ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাকে ২৬ দলের সমর্থন

স্টাফ রিপোর্টার
২৯ জুলাই ২০২৪, সোমবার

একদফা দাবিতে বিএনপি’র জাতীয় ঐক্যের ডাকে সমর্থন জানিয়ে যুগপৎ আন্দোলনের দল ও জোট পৃথক বিবৃতি দিয়েছে। শনি ও রোববার এই বিবৃতিগুলো দেয় দল এবং জোটগুলো। এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট (১২ দল), জাতীয়তাবাদী সমমনা জোট (১১ দল), বাংলাদেশ লেবার পার্টি এবং তৃণমূল জাতীয় পার্টি সমর্থন জানিয়েছে। এর বাইরে যুগপৎ আন্দোলনের অন্য দল এবং জোটও সমর্থন জানাবে বলে জানা গেছে।

বিএনপি’র এই আহ্বানে সাড়া দিয়ে গত শনিবার জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তৃণমূল জাতীয় পার্টিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেন, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই। দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করার এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি’র পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেয়া হয়েছে, সেই পদক্ষেপকে আমরা সমর্থন করি এবং সাধুবাদ জানাই। আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল থাকার ঘোষণা করছি।

গতকাল ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম একদফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপি’র জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে ১২ দলীয় জোট। জোট প্রধান এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপি’র নেতৃত্বে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনে আহ্বান জানান। 
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ড. ফরিদুজ্জামান ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম একদফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে জাতীয়তাবাদী সমমনা জোট ও ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) সম্মতি জ্ঞাপন করছে।

লেবার পার্টির বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, বিএনপি’র দেশ ও জাতির দুঃসময়ে জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানাই। জাতির চরম ক্রান্তিলগ্নে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক, সামাজিক শক্তির ঐক্যের ঘোষণায় আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়েছে।
গত ২৬শে জুলাই সরকার পতনের একদফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দেয় বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। তবে ওই সময়ে জামায়াত আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থেকে অভিন্ন কর্মসূচি পালন করে। এবার জামায়াতসহ যুগপৎ আন্দোলনের শরিক দল, জোট, বাম-ডানসহ সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।

পাঠকের মতামত

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আন্দোলন করতে হবে। মানুষ কথায় বলে দেয়ালে পিঠ ঠেকে গেছে না, এবার আগেই পিঠ ঠেকে আছে।কি পাবো কি পাবো না সেটা হিসাব করার সময় নেই। ভবিষ্যতে বাঁচতে হলে জিততেই হবে, এটাই এখন এক দফা এক দাবি। সবা‌র আগে বড় দলের ভিতরে যে মোনাফেক গুলো আছে তাদের চিহ্নিত করতে হবে ,মোনাফেক বেশি লাগে না ২/১ জনই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তুমি সহায়।

রায়হান
২৯ জুলাই ২০২৪, সোমবার, ১০:২৬ অপরাহ্ন

বিএনপির কারণে বাংলাদেশের মানুষ কষ্ট করতেছে,,,তারা সাংগঠনিকভাবে খুবই নিম্ন মানের দল,,,আর তাদের কারনেই আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায়,,,বাংলাদেশের মানুষ বিএনপি থেকে কিছু পাবেনা,,, জামাত অথবা ডক্টর ইউনুস কে ক্ষমতা দেয়া উচিৎ।

Imam hosen
২৯ জুলাই ২০২৪, সোমবার, ১০:০৩ অপরাহ্ন

সহমত জামায়াত সাথে থাকলে আন্দোলন সফল হবেই।

মনির
২৯ জুলাই ২০২৪, সোমবার, ৩:১০ অপরাহ্ন

জোরদার আন্দোলনে বরাবরই অক্ষম একটি দল বিএনপি। তবে এবারও যদি আন্দোলনে এগিয়ে না আসে তবে এই দলটি হারিয়ে যাবে। ড্যান মজিনার কথায় সত্য হবে। বাংলাদেশে নতুন দল তৈরি হবে।

সেখ আল মেহেদী হাসান
২৯ জুলাই ২০২৪, সোমবার, ১:২০ অপরাহ্ন

এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। দেশপ্রেমিক সকলেই এই ডাকে সাড়া দিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় শামিল হবেন নিশ্চয়ই। আইন শৃঙ্খলা বাহীনীকে বলবো এই ন্যায্য দাবিদারদের উপর গুলি করবেন না। আপনার করা প্রত্যেকটা কর্মের হিসাব পরকালে দিতে হবে।

এ দেশের নাগরিক
২৯ জুলাই ২০২৪, সোমবার, ১:০১ অপরাহ্ন

অতিতের গতানুগতিক আন্দোলনের ব্যর্থতাকে মাথায় নিয়ে আগে আন্দোলনের গতিপথ ঠিক করতে হবে।

মো: সাইফুল ইসলাম
২৯ জুলাই ২০২৪, সোমবার, ১২:০৪ অপরাহ্ন

বিএনপি সব সময়ই সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। এখনও তারা কি করনীয় স্থির করতে পারে নি ।

Kazi
২৯ জুলাই ২০২৪, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

তা হলে ২০১৪ সাল থেকে এরা কিসের জন্য আন্দোলন করছে ?

mohd. Rahman ostrich
২৯ জুলাই ২০২৪, সোমবার, ৬:৫৬ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status