বিনোদন
ছাত্রছাত্রীদের নিয়ে স্বস্তিকার উদ্বেগ
বিনোদন ডেস্ক
১৯ জুলাই ২০২৪, শুক্রবার
কোটা আন্দোলনের খবর ছড়িয়েছে বিদেশেও। এরইমধ্যে পশ্চিমবঙ্গের শোবিজের বেশ ক’জন তারকা এ নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অন্যতম টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সামাজিক মাধ্যমে স্বস্তিকা লিখেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। তার ভাষায়, কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। সবশেষে তিনি লিখেছেন, আজ অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো- সেই আমাদের আলো, আলো হোক, ভালো হোক সকলের।