বিনোদন
‘শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছি’
স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবার
গত ক’দিন ধরে চলছে কোটা আন্দোলন। যার জেরে সহিংসতা বাড়ার পর সরকার কারফিউ জারি করে। করা হয়েছে সেনা মোতায়েন। এর মধ্যে বন্ধ রয়েছে ইন্টারনেটও। সব মিলিয়ে স্থবির অবস্থা বিরাজ করছে। শোবিজের অবস্থাও থমকে রয়েছে। এসবের মাঝে কয়েকদিন ধরে বাসাতেই অবস্থান করছেন হাল সময়ের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেন, টানা শুটিং করছিলাম নাটকের জন্য। এর মধ্যেই পরিস্থিতি বদলে গেল। থমথমে অবস্থা পুরো। কারফিউ জারি হলো। ইন্টারনেটও বন্ধ। সবমিলিয়ে একেবারে বন্দি জীবন পার করেছি গত কয়েকদিন। বাসাতেই থেকেছি। পরিবারের সঙ্গে ভালো সময় কেটেছে। তবে নেট বন্ধ থাকায় অন্য সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। যদিও ফোন করে কাছের মানুষদের খবর নেয়া হয়েছে। এভাবেই আসলে কেটেছে। এদিকে শুটিং বন্ধ হওয়ার আগেই বেশ কিছু নতুন নাটকের শুটিং শেষ করেছেন মাহি। এগুলো আগামী বছর ভালোবাসা দিবসে এবং ঈদে আসবে। আর কিছু এর অনেক আগেই আসবে। মাহি বলেন, আমরা যারা প্রতিদিন কাজ করে অভ্যস্ত তাদের জন্য এই সময়টা পার করা খুবই কঠিন। সময় কাটতে চায় না। এরমধ্যে একটা আতঙ্ক তো ছিলই। কি-না কী হয় সামনে। তবে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে। এর মধ্যে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পেরেছি এটাই বড় ব্যাপার। মাহি আরও বলেন, আশা করছি খুব দ্রুত সব ঠিক হবে, স্বাভাবিক হবে। সবাই সবার কাজে ফিরবে। আর আমিও আমার শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছি। কাজটা করে যেতে চাই। উল্লেখ্য, গেল ঈদে মাহি অভিনীত প্রায় একডজন নাটক মুক্তি পায়। এর বেশির ভাগই প্রশংসা কুড়িয়েছে।