বিনোদন
সালমানের মৃত্যুবার্ষিকীতে শাকিব খানের ‘দরদ’
স্টাফ রিপোর্টার
১৭ জুলাই ২০২৪, বুধবার
আগামী ৬ই সেপ্টেম্বর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’। এই সিনেমার মাধ্যমে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিষেক হবে শাকিবের। সিনেমাটি বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্য প্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সোমবার সন্ধ্যায় ‘দরদ’ সিনেমা সংশ্লিষ্টরা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন। এদিন সিনেমার প্রমোশনাল কন্টেন্ট প্রকাশ করার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। উল্লেখ্য, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও টিজার প্রকাশ করেই বিরতি নেয়া হয়। তবে টিজারটি নজর কাড়ে দর্শকদের। দেড় মিনিটের টিজারে শাকিব-সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সঙ্গে দুর্দান্ত সাসপেন্স। টিজার দেখে দর্শকরা বলছেন, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’! এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।