দেশ বিদেশ
রাজাকার অপবাদের প্রতিবাদে উত্তাল বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
(১১ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ১:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গতকাল (রোববার) রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা গভীর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে।
সোমবার (১৫ জুলাই) রাত ১২ টা নাগাদ এ প্রতিবাদ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্ররা। তারা প্রতিবাদ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এসময়ে "তুমি কে আমি কে, রাজাকার রাজাকার-কে বলেছে, কে বলেছে, সরকার সরকার" স্লোগানে স্তম্ভিত হয়ে যায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।
প্রতিবাদ চলাকালীন নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন,"আমরা সাধারণ শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে চাকুরিতে নিয়োগ দানের জন্য সকল নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে আন্দোলন করছিলাম, রাজাকার হওয়ার মতো কোন কাজ করিনি। কিন্তু যাকে দেশের জনতা অভিভাবক বলে জানে তার শব্দ চয়নে আমরা হতবাক।"
একই রাতে ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে আরো একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলটি ছাত্রী হল থেকে শুরু হয়ে "চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার" স্লোগান নিয়ে মেইন গেটের সামনে অবস্থান করেন এবং তাদের প্রতিবাদ চালিয়ে যান।
বিক্ষোভে উপস্থিত নারী শিক্ষার্থীরা বলেন,"দেশের নাগরিক হিসাবে যেকোনো সাংবিধানিক যৌক্তিক আন্দোলন করা প্রতিটি নাগরিকের অধিকার। সেই অধিকার কৌশলে বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে ক্ষমতাসীনরা। এটা বাঙ্গালী জাতির জন্য সংকটকালীন পরিস্থিতি।"