দেশ বিদেশ
বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেলো রিফাত গার্মেন্টস
স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২৪, সোমবার
২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় ৭৭ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেয়া হয়েছে। এর মধ্যে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি ও সনদ পেলো হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হা-মীম গ্রুপের পরিচালক সাজিদ আজাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস ২০১৮-১৯ এবং ২০২০-২১ অর্থবছরের রপ্তানির জন্যও বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেয়েছিল। ২০২১-২২ অর্থবছরে রপ্তানিতে অবদানের জন্য মোট ৭৭ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। হা-মীম গ্রুপের আরও দুটি প্রতিষ্ঠান হা-মীম ডেনিম এবং অ্যাপারেল গ্যালারি জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে। অ্যাপারেল গ্যালারি তৈরি পোশাকের ওভেন খাতে রৌপ্য পদক এবং হা-মীম ডেনিম টেক্সটাইলস ফেব্রিক খাতে রৌপ্য পদক পেয়েছে।