বিনোদন
অনুতপ্ত মীরা
বিনোদন ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
কুকুরছানার সঙ্গে শিশুদের তুলনা করে ট্রোল্ড হয়েছিলেন অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর। সে সময় তিনি মন্তব্য করেছিলেন কর্মরত নারীদের সন্তানেরা ‘কুকুরছানা’র মতো। তিনি বুঝতে পারেন না কেন নারীরা সন্তানদের রেখে কাজে যান। তার এই মন্তব্যের জন্য আজও অনুতাপ প্রকাশ করেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের এ নিয়ে কথা বললেন মীরা। তিনি বলেন, আমি এখন আর এই মন্তব্যের সঙ্গে সহমত নই। বরঞ্চ আমি অনুতপ্ত।