দেশ বিদেশ
কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি
কুষ্টিয়া প্রতিনিধি
১২ জুন ২০২৪, বুধবারমায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়া গ্রাম থেকে আড়াই মাস বয়সের ইসরাফিল নামের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় কোল থেকে তাকে কে বা কারা নিয়ে গেছে। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, ইসরাফিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর এলাকার জিয়ার রহমানের ছেলে। সোমবার তার মা একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অবস্থিত নানা বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়ি থেকেই চুরির ঘটনা ঘটেছে। রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। দু’জনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেয়া ঘরের দরজার খিল খোলায় ছিল। তাৎক্ষণিক বাড়ির সবাই আশে-পাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাইনি। পরে সকালে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা জানান, আদাবাড়িয়া গ্রামের মোহন মণ্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ওসি আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে আটক করা হয়নি।