বিনোদন
ঈদে শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’
স্টাফ রিপোর্টার
১২ জুন ২০২৪, বুধবার
ঈদ উপলক্ষে দুরন্ত টিভির সাত দিনব্যাপী বিশেষ আয়োজন ব্যান্ড শো ‘দুরন্তপনা’। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত শিশুদের ব্যান্ড গানের শো’টি প্রচার হবে। প্রতি পর্বে শিল্পীরা বাদ্যযন্ত্রীদের সঙ্গে জনপ্রিয় ব্যান্ডের ২টি বাংলা গান ও ১টি ইংরেজি গান পরিবেশন করবে। শিল্পীরা কখনো ভাই-বোন, কখনো বা বন্ধু-পরিজন মিলে তৈরি করেছে তাদের দুরন্তপনা ব্যান্ড দল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। ব্যান্ড শো’টি দেখা যাবে দুপুর ১টায় ও বিকাল ৫টায়।