বিনোদন
ঈদে জমজমাট ‘পাঁচফোড়ন’
স্টাফ রিপোর্টার
১১ জুন ২০২৪, মঙ্গলবার
আসছে ঈদুল আজহা উপলক্ষে ঈদের বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। তাদের বিভিন্ন আলাপনের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং।এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। পাঁচফোড়নে গান থাকছে ৩টি। একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী রাজিব। লুৎফর হাসানের কথায় এর সুর ও সংগীতায়োজনে আকাশ মাহমুদ। গানটিতে তার সঙ্গে মডেল হয়েছেন মোনালিসা দীপা। আর একটি গান গেয়েছেন সানিয়া সুলতানা লিজা। গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছেন কবির বকুল। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে, মিলছে এখন খুবই’ শিরোনামে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার এবং আতিয়া আনিসা। কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজনে অয়ন চাকলাদার। রয়েছে ‘ইত্যাদি’ খ্যাত জাদুকর ম্যাজিক রাজিকের পরিবেশনায় একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু। শহর কিংবা গ্রামে সকাল-সন্ধ্যার আড্ডায় সব শ্রেণির মানুষের অন্যতম অনুসঙ্গ হচ্ছে চা। তবে সেই চায়ের নেশা যদি গরুর পেয়ে বসে তাহলে কেমন হয়! চুয়াডাঙ্গা সদর উপজেলার তেমনি একটি ‘চা খোর’ গরুর উপর রয়েছে একটি বিস্ময়কর প্রতিবেদন। প্রতিবেদনটিতে আরও দেখানো হয়েছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কিছু কর্মকাণ্ড। আজকাল অনেক ছাদেও গরু দেখা যায়। ঢাকা শহরে গড়ে ওঠা এমনি কিছু গরুর খামারের উপর রয়েছে তথ্যভিত্তিক প্রতিবেদন। এ ছাড়াও রয়েছে কোরবানির ঈদের উপর বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। পাঁচফোড়ন পরিবেশিত হবে কেয়া কসমেটিকস্ লিমিটেডের সৌজন্যে।