বিনোদন
ওয়েব ফিল্ম নির্মাণে আফসানা মিমি
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৪, মঙ্গলবারঅভিনেত্রী হিসেবেই জনপ্রিয় আফসানা মিমি। তবে নির্মাণেও রয়েছে তার দক্ষতা। অভিনয়ের পাশাপাশি আগে ধারাবাহিকভাবেই নাটক নির্মাণ করতে দেখা গেছে তাকে। এবার তিনি ওয়েব ফিল্ম নির্মাণ করেছে। ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনের জন্য ‘অফ দ্য মার্ক’ শিরোনামের এই ওয়েব ফিল্ম বানিয়েছেন তিনি। এরই মধ্যে এসেছে এর ট্রেলারও। পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। দেড় মিনিটের ট্রেলারে দীপু নামের একটি ছেলের ক্রিকেটার হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে। যে ছেলেটা পৃথিবীর বুকে দেশের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার এতদূর আসার পথটা যে মসৃণ ছিল না, তা দেখানো হয়েছে ট্রেলারে। বাবার অমত, মায়ের সমর্থন, কিছু মানুষের অনুপ্রেরণায় এগিয়ে চলে সে। পথে আসে নানা বাধা। তবুও থেমে যায় না দীপু। এগিয়ে যায় নিজের লক্ষ্যে। ‘অফ দ্য মার্ক’ ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমী, আরিবা, শমো, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম, আবু তাহের, ওয়াহিদ মুরাদ ও সৌম্য জ্যোতি। ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত ‘অফ দ্য মার্ক’ ওয়েব ফিল্মটি আগামী ৩০শে মে থেকে স্ট্রিমিং হবে আইস্ক্রিনে।