বিনোদন
তবুও তিনি সুপারহিরো
বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৪, মঙ্গলবারঅমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার হোক কিংবা শাহরুখ খান, সিনেমা ফ্লপ হওয়ার নজির সবারই আছে। তবে সেই সংখ্যাটা খুবই অল্প। কিন্তু সিনেমা ইন্ড্রাস্ট্রিতে সবচেয়ে বেশিসংখ্যক সিনেমা ফ্লপের রেকর্ড রয়েছে মিঠুন চক্রবর্তীর। বলিউডের ইতিহাসে মিঠুনের ছবি-ই সবথেকে বেশি মুখ থুবড়ে পড়েছে। তার ১৮০টা সিনেমা ‘ফ্লপ’ করেছে বক্স-অফিসে। তারপরও তিনি বলিউডের সুপারহিরো তকমা পেয়েছেন।