বিনোদন
নিজ বাড়িতেই হেনস্তার শিকার
বিনোদন ডেস্ক
২৫ মে ২০২৪, শনিবার
মাঝেমধ্যে তারকারা নিজেদের অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে থাকেন। সেসব ঘটনায় উঠে আসে শারীরিক কিংবা মানসিক হেনস্তার শিকারের বিষয়টিও। এবার অভিনেত্রী সোহিনী সরকারও নিজের হেনস্তা হওয়ার ঘটনা তুলে ধরলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হেনস্তার ঘটনা শুধু বিনোদন জগতেই ঘটে না। কেউ কেউ নিজের বাড়িতেও হেনস্তার শিকার হন। অনেক আগেই এমন হেনস্তার শিকার হয়েছেন তিনিও। তিনি জানান, তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এলে তিনি ওখানে ঝুঁকে তার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই অভিনেত্রী বুঝতে পারেন তার পিছন থেকে কেউ একজন তাকে একটা চিমটি কেটে সেখান থেকে চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই সে মিলিয়ে যায়। সোহিনী বলেন, ভাবুন একবার আমার বাড়িতে দাঁড়িয়েই এই ধরনের ঘটনার শিকার হলাম আমি। সে সময় সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে চড় মারবো, সেই পরিস্থিতিও ছিল না। এই ঘটনার আকস্মিকতা উপলব্ধি করতে আমি অনেক দেরি করে ফেলেছিলাম। আর ততক্ষণে সেই ব্যক্তি উধাও হয়ে যায়। অভিনেত্রী জানান, সেই ঘটনার পর সারারাত ঘুমাতে পারেননি তিনি। এমনকি এর বহিঃপ্রকাশ হিসেবে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন অভিনেত্রী। সোহিনীর আর্জি, এই ধরনের লোকদের সমাজ থেকে বিতাড়িত করা উচিত।