দেশ বিদেশ
আমতলীতে ব্রিজ ভেঙে ৫ গ্রামের যোগাযোগ বন্ধ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারবরগুনার আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের মধ্যচন্দ্রা নিম্নমাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মধ্যচন্দ্রা খালের আয়রন ব্রিজটি বুধবার আকস্মিক ধসে পড়ে। ধসের ফলে ওই এলাকার পাঁচ গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুুষসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের মধ্যচন্দ্রা খালের উপর ২০০১ সালে ৩০ লাখ টাকা ব্যয়ে ১টি লোহার আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় বুধবার আকস্মিক খালের মধ্যে ধসে পড়ে।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলৗ আব্দুল্লাহ আল মামুন বলেন, এখানে গর্ডার সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
৯
চট্টগ্রামে ইসকনের তাণ্ডব/ সেনাবাহিনী ও পুলিশের ওপর এসিড নিক্ষেপ, আটক ৮২
১০