ষোলো আনা
‘সিটটা কী রঙয়ের তাও দেখিনি’
ষোলোআনা ডেস্ক
৯ জুলাই ২০২২, শনিবার
ঈদে ফিরতে হবে বাড়ি। বহু ঝক্কি ঝামেলা সামলিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন দুই ভাই। শরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম ট্রেনে করে বাড়ি ফিরেছেন শুক্রবার সকালে। বৃহস্পতিবার রাতে ট্রেনে যুদ্ধ করে ওঠেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। কিন্তু টিকিট থাকা সত্ত্বেও তারা পৌঁছাতে পারেননি নিজেদের সিটে। এমনকি বগিতেও। শরিফুল বলেন, তিল ধারণের জায়গা ছিল না। সকাল ৮টা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে ছিলাম। এরপর কয়েক ঘণ্টার জন্য একটু বসার স্থান পাই। আমাদের সিটে কে বসেছেন? সিটের রং কেমন? সেটাও দেখিনি। এমনকি আমাদের জন্য নির্দিষ্ট বগিতেও পৌঁছাতে পারিনি। পীরগাছা (রংপুর জেলা) স্টেশনে ট্রেন আসার কথা ভোর ৬টায়। আমরা এসে পৌঁছাই সকাল ১০টায়। তিনি আরও বলেন, ঝামেলা হলেও শেষ পর্যন্ত ঈদে বাড়ি আসতে পেরে আমরা খুশি।