বিনোদন
‘রঙিলা কিতাব’ শেষ করলেন পরীমনি
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৪, বুধবারসব আলোচনা সমালোচনাকে দূরে রেখে গত বছরের শেষের দিক থেকেই নিয়মিত কাজে মনোযোগী হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শুধু তাই নয়, চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। গতানুগতিক কিংবা এভারেজ কাজ আর করতে চান না তিনি। সে কারণেই বেশ কিছু কাজ ফিরিয়েছেনও এ নায়িকা। এরইমধ্যে সিনেমা-সিরিজে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তবে সম্প্রতি তিনি শেষ করেছেন ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচই এর সিরিজ ‘রঙিলা কিতাব’ এর কাজ। আর কাজটি করে বেজায় আত্মতৃপ্তিতে ভুগছেন তিনি। কারণ যে চরিত্রটিতে তিনি অভিনয় করেছেন সেটি তার মনে দাগ কেটে গেছে। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটিতে সুপ্তি চরিত্রে দেখা মিলবে এ নায়িকার। টানা বেশ কয়েকদিন রাঙ্গামাটিতে এ সিরিজের শুটিং করেছেন তিনি। তার মতে, একেবারে কয়েকটা দিন যেন সুপ্তিই হয়ে উঠেছিলেন তিনি।
চরিত্রটা একেবারে মনে গেঁথে গেছে। পরীমনি বলেন, চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির মতোন চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায়... তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভেতর দমে যাওয়া আর্তনাদ সবকিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সঙ্গে রয়ে যেতে চায়। সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশাবাদ ব্যক্ত করে আত্মবিশ্বাসী পরী বলেন, আশা করছি ‘রঙিলা কিতাব’ রিলিজ হলে সবার ভালোবাসা পাবো। অসাধারণ একটা টিমের সঙ্গে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত, অপরাধ ইত্যাদির সমন্বিত এক উপাখ্যান। এর বাইরে পরীমনি সম্প্রতি টলিউডেও নাম লিখিয়েছেন। কলকাতায় গিয়ে শেষ করেছেন ‘ফেলু বক্সী’ ছবির শুটিং। যেখানে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। নির্মাণে দেবরাজ সিনহা। অন্যদিকে দেশে পরীমনি কাজ শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার।