বিনোদন
হাতে প্লাস্টার নিয়েই কানে ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
১৮ মে ২০২৪, শনিবার
ভাঙা হাত নিয়েই ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সৌন্দর্যের জাদু ছড়ালেন বলিউডের বচ্চনবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন। ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো গাউনে কানের গালিচায় দ্যুতি ছড়ালেন তিনি। বৃহস্পতিবার ডান হাতে সাদা প্লাস্টার নিয়েও কালো গাউন পরে চেনা ছন্দে শত শত ক্যামেরার সামনে আসেন ঐশ্বরিয়া। সেই ছবি-ভিডিও অনলাইনে ভাইরাল।