ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

‘পদ্মশ্রী’ সম্মাননা গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০০ পূর্বাহ্ন

mzamin

দেশের খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছেন। বিষয়টি মাস দুয়েক আগেই জানা গিয়েছিল।  সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেছেন শিল্পী। গত জানুয়ারীতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী- এই তিন ক্যাটাগরির ১৩২ জন সম্মাননার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন। যেখানে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু পেয়েছেন পদ্মবিভূষণ। 
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সংগীতশিল্পী, রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী। 

এদিকে রেজওয়ানা চৌধুরী বন্যা শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে সমাদৃত।  প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। রবীন্দ্র সংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। ২০১৬ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেছেন। তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। ভারতেও তিনি বেশ কিছু পদক পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গভূষণ।

পাঠকের মতামত

অনেক কিছু বলার ছিল কিন্তু বললাম না

Emon
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৯:৪৯ অপরাহ্ন

বাংলাদেশে ভারতীয় স্বীকৃত দালাল আরেকজন বাড়লো!

নাম প্রকাশ্যে অনিচ্ছ
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৯:২৫ অপরাহ্ন

Is she an Indian? How did she got this reward? She is a Bangladeshi but serves India. How is it possible? It is possible if she is a traitor.

mamun
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

মিঠুন বিজেপিতে গিয়েই পদক পেয়ে গেল। পদক কিসের জন্য দেয় বোঝা যায় খুব ভালো।

sattar
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:১১ অপরাহ্ন

ওতো ভারত রত্ন, ওকে পদ্মশ্রী দিয়ে অবমূল্যায়ন করল কেন?

Ehsanul Habib
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ২:৫৫ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status