বিনোদন
চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
রাজধানীর বিএফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আজ সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। মধ্যাহ্নে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। গেলো আসরের নির্বাচন নিয়ে অন্তহীন বিতর্ক ও সমালোচনা হয়েছিল। এবার তাই বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
এদিকে ভোটগ্রহণের সকাল থেকেই এফডিসি মুখর হয়ে উঠেছে শিল্পীদের পদচারণায়। গত দুই বছরেও যাদের পদধূলি পড়েনি চলচ্চিত্রের এই আঁতুড়ঘরে; তারাও আসছেন ভোট দিতে, দীর্ঘ দিনের সহকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাতে আড্ডায় মশগুল হতে। এবার শিল্পী সমিতির নির্বাচনে ভোটারের সংখ্যা ৫৭০। তাদের ভোটেই নির্ধারিত হবে, কে থাকবেন শিল্পীদের আগামী দুই বছরের (২০২৪-২০২৬) নেতৃত্বে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি কলি-নিপুণ পরিষদ, অন্যটি মিশা-ডিপজল পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন মাহমুদ কলি ও মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেলো আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন ডিপজল।