বিনোদন
আইটেম গানে তামান্না-রাশি
বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবারদক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অন্যদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়-গ্ল্যামারে রাশি খান্নাও একটি স্থান দখল করেছেন। তবে এবার তারা একসঙ্গে হাজির হলেন একটি আইটেম গানে। রাশি-তামান্নার এই যুগলবন্দি দেখে তাদের ভক্তরা চমকে উঠেছেন। অন্তর্জালেও গানটি নিয়ে চলছে জোর চর্চা। ‘আচাচো’ শিরোনামের গানটি ১৪ই এপ্রিল উন্মুক্ত করা হয়েছে।