ঈদ সংখ্যা ২০২৪
মাহবুবা চৌধুরীর ছড়া- সিন্ডিকেট
১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারসিন্ডিকেট
মাহবুবা চৌধুরী
রমজান এলে সিন্ডিকেটের
অমনি পোয়া বারো
দাম বাড়ানোর ছক্কা হাঁকায়
সঙ্গে থাকে চারও।
সিয়াম মাসের বার্তা নিয়ে
যেই না রোজা শুরু
আমজনতার নাভিঃশ্বাস
আর বুকটা দুরুদুরু।
দাম বেড়ে যায় খেজুর ছোলায়
বাদ থাকে না চিনি
ভাবনা শুধু কোনটা রেখে
কোনটা এবার কিনি।
দাম বেড়ে যায় মাংস মাছের
পিঁয়াজ রসুন তেলে
দ্বিগুণ থেকে ত্রিগুণ করে
একটু সুযোগ পেলে।
সরকারে কয় সিন্ডিকেটের
যায় না ধরা টিকি
খুঁটির জোরে বুক ফুলিয়ে
ঘুরছে ওরা ঠিকি
সবাই জানে সবাই চেনে
নামটা বলা মানা
আমজনতা অসাড় যেন
অন্ধ বধির কানা।
কষ্ট বুকে জমাট বাঁধা
বিচার দেব কাকে?
দিনের শেষে ঠিক বুঝেছি
সর্ষেতে ভূত থাকে।
ঢাকা, ১৫ মার্চ ২০২৪
যাদেরকে নিয়ে কবিতার সার বস্তু করা তাঁরা নিলজ্জ বেহায়া।
অসাধারণ
অসাধারন! এক কঠিন বাস্তবতা।
অসাধারণ ছড়া।