বিনোদন
ওমর সানীর অনুরোধ
স্টাফ রিপোর্টার
৪ মার্চ ২০২৪, সোমবার
শাকিব খানকে বছরে আরও বেশি সিনেমা করার অনুরোধ করলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, শাকিব কম ছবি করছে। তার উচিত আরও বেশি ছবি করা। ওমর সানী বলেন, শাকিবের বছরে ১২টি ছবি করা উচিত। কারণ সে একমাত্র সুপারস্টার এটা মানতেই হবে। একমাত্র তার সিনেমাই চলে। সে যদি বছরে বেশি ছবি করে তাহলে প্রযোজক ও সিনেমা হল দুটোই বাঁচবে।