বিনোদন
প্রস্তুতিতে টোটা
বিনোদন ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবারকিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হয়ে ফের ওটিটির পর্দা আসছেন কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী। তাই জোর প্রস্তুতিতে আছেন অ্যাকশন থ্রিলার করা এই অভিনেতা। সৃজিত মুখার্জির পরিচালনায় চলতি মাসে এই সিরিজের শুটিং শুরু হচ্ছে। এবারের গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। টোটা বলেন, অন্য যেকোনো কাজের শুটিং আর ফেলুদার শুটিংয়ের মধ্যে আলাদা পার্থক্য রয়েছে। ফেলুদা আমার কাছে একটা আবেগ আর প্রচুর স্মৃতিমেদুরতা। তাই ফেলুদার চরিত্রে অভিনয়ের সুযোগ আমার কাছে বড় প্রাপ্তি।