ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রাঙ্গামাটিতে হঠাৎ ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রাহকদের ক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

ভুতুড়ে বিলে জর্জরিত রাঙ্গামাটির ইসলামপুরবাসী। এক মাসের বিল ৩ হাজার থেকে শুরু করে ৭০ হাজারের ঊর্ধ্বে। কাপ্তাই হ্রদের ওপারে বসবাস করা হতদরিদ্র খেটে খাওয়া কয়েকশ’ পরিবারের বিদ্যুৎ বিলে এমন তুঘলকি কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

রাঙ্গামাটি শহরের অদূরে ১নং ওয়ার্ডের ইসলামপুর নামক এলাকায় প্রায় দু’শতাধিক অসহায় দিনমজুর পরিবারের বসবাস। যাদের শতকরা ৯৯ জনেরই দিনে এনে দিনে খেয়ে দিনাতিপাত করতে হয় তাদের। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ভুতুড়ে বিল করেছে বিদ্যুৎ বিভাগ। যেখানে মাসের বিদ্যুৎ  বিল আসে ৫০০-৭০০ টাকা। সেখানে ৩ হাজার থেকে শুরু করে ৭০ হাজার টাকার বিল করেছে রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগ। স্থানীয়দের অভিযোগ, প্রতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে তারা। নেই কোনো বকেয়া। যার পরিমাণ ছিল ২শ’ থেকে শুরু করে সর্বোচ্চ দেড় হাজার টাকা।

বিজ্ঞাপন
কিন্তু  হঠাৎ করে এমন বিদ্যুৎ বিলে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো। কেন এমন বিদ্যুৎ বিল করেছে বিদ্যুৎ বিভাগ? এমন বিদ্যুৎ বিলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

অধিকাংশ গ্রাহকের দুই থেকে পাঁচগুণ বেশি বিল করা হয়েছে। বিল কপিতে ব্যবহৃত ইউনিটের কলাম শূন্য থাকলেও পরিশোধের কলামে বিরাট অঙ্কের টাকা বসিয়ে বিল সরবরাহ করা হচ্ছে। প্রতিকার চাইতে গিয়ে হয়রানির শিকার হন বলেও অনেক গ্রাহক অভিযোগ করেন। স্থানীয় আব্দুল মান্নান বলেন, আমি দিন মজুরের কাজ করি। এরআগে প্রতিমাসে আমার বাসায় একটি মিটারে ৫-৭শ’ টাকা বিল আসতো। কিন্তু এখন আমাকে এগারো টাকার বিল দিয়েছে। এখন পরিবার নিয়ে খেয়ে পড়ে বেচে থাকাই দায় হয়ে পড়েছে। এমতাবস্থায় এতগুলো টাকার বিলে আমি চরম কষ্টকর পরিস্থিতিতে পড়েছি।
রোকেয়া বেগম বলেন, আমি মানুষের বাসায় কাজ করে সংসার চালাই। আমাকে বিল দিয়েছে সাড়ে চব্বিশ হাজার টাকা। অথচ আমার বিল হতো ৮শ’ থেকে এক হাজার টাকা। এই বিল কীভাবে দিবো আমি। শওকত আলী নামের একজন বলেন, আমার বিল হতো ১৫শ’ টাকা। কিন্তু আমাকে বিল দিয়েছে ৫৭ হাজার টাকা। এই টাকা পরিশোধ করা কোনোমতেই সম্ভব নয়, আমি এমনিতেই অসুস্থ মানুষ। এই সময়ে এতগুলো টাকার বিল দিয়ে আমার উপর জুলুম করা হয়েছে। এভাবে অনেক গ্রাহককে ভুতুড়ে বিল দিয়ে হয়রানি করা হচ্ছে। নানা ঝক্কি-ঝামেলার ভয়ে অনেকেই ভুতুড়ে বিল পরিশোধ করতে বাধ্য হন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status