ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঝিনাইদহের ২ উপজেলায় ভোটার খরা

ঝিনাইদহ প্রতিনিধি
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় গতকাল কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। ভোটকেন্দ্রে ভোটারদের উৎসবমুখর সেই লম্বা লাইন কোথাও চোখে পড়েনি। সকাল থেকে সারাদিন ভোট প্রদানের হার দেখা গেছে খুবই নগণ্য। কেন্দ্রে কেন্দ্রে অলস সময় পার করতে দেখা গেছে নির্বাচনী দায়িত্ব পালনরত কর্মীদের। 

সদর উপজেলার ফজর আলী স্কুল এণ্ড কলেজে বিকাল ৩টা ৫০ মিনিটে কয়েকটি বুথে ৫, ৭ ও ১৭টি করে ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৫। ভোট পড়েছে ৩৯১টি। এ তথ্য জানান প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান মুন্না। উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটারদের কোনো লাইন ছিল না। কেন্দ্র ছিল ফাঁকা।

বিজ্ঞাপন
ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫০১। বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ৩৮৬টি। প্রিজাইডিং অফিসার মো. আতিকুর রহমান এ তথ্য জানান। মধুপুর হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৩৭। ১০টা পর্যন্ত পোল হয় ১১১টি ভোট। ভোট প্রদানের হার ২.২৪%। প্রিজাইডিং অফিসার মোফিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বেলা ২টার দিকে শহরের বাজারগোপালপুর ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারশূন্য। ৭ ঘণ্টায় ভোট কাস্টিংয়ের হার ১৭%। প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, বাজারগোপালপুর ভোটকেন্দ্রে ভোটার ১ হাজার ৯৭৯। ৩৫৪ জন ভোটার ভোট প্রদান করেন। পবহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ২টা ৪০ মিনিটে গিয়ে দেখা যায় ৫ হাজার ৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৮০ জন। প্রিজাইডিং অফিসার মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। পোড়াহাটি ইউনিয়নের উত্তর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২টা ৫০ মিনিটে গিয়ে দেখা যায় কোনো ভোটার নাই। এই কেন্দ্রে মোট ভোটার ২০৭৬ জন। তখন পর্যন্ত পোল হয়েছে মাত্র ৮৫টি ভোট। প্রিজাইডিং অফিসার আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন। বাজারগোপালপুর কলেজ শাখা কেন্দ্রে মোট ভোটার ১৯৯৩। বেলা আড়াইটা পর্যন্ত সেখানে ভোট পড়ে ১৭৮টি। ভোট প্রদানের হার ৮ দশমিক ৯৩। 

পোড়াহাটি ইউনিয়নে ভোটকেন্দ্রের এক মহিলা ভোটার জানান, তাদের কাছে এ পর্যন্ত কোনো প্রার্থী ভোট চাইতে আসেননি। প্রার্থীরা এসে গ্রামের নেতা ও মাতুব্বরদের সঙ্গে কথা বলে চলে গেছেন। সে কারণে এলাকার অনেক ভোটারই ভোট দিতে আসেননি। সাবেক মেম্বার মুক্তার জানান, চেয়ারম্যান প্রার্থীর দু-একজন লোক আমাদের কাছে ভোট চাইলেও ভাইস চেয়ারম্যান পদের কোনো প্রার্থী বা তাদের কোনো লোকজন আমাদের কাছে ভোট চাইতে আসেনি। আমরা তাদেরকে ঠিকমতো চিনিও না। এখন আমরা কাকে ভোট দিবো চিন্তায় আছি। ভোটার উপস্থিতি নিয়ে দুই উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, রাতে ঝড়বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে ভোটাররা আসতে একটু দেরি করছে। বাকি দু’ঘণ্টার মধ্যে হয়তো ভোটার এসে তাদের ভোট প্রয়োগ করবেন। তবে এখনো পর্যন্ত সবকিছুই পজেটিভ আছে। সুষ্ঠু সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে বলে তিনি আশা করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status