ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন সাইদ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৫:৫৭ অপরাহ্ন

mzamin

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন কালের কণ্ঠের জেষ্ঠ্য প্রতিবেদক সাহানোয়ার সাইদ শাহীন। কৃষি বিষয়ক নিয়মিত প্রতিবেদন ও লেখনির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও নীতি নির্ধারনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সেরা কৃষি সাংবাদিক ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবার মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে। শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।
গত নয় বছর ধরে স্বনামধন্য বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও বাংলা ভাষার প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই যৌথভাবে এই পুরস্কার দিয়ে আসছে। এবারে আজীবন সম্মাননায় ভূষিত হন পথিকৃত কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ সাত্তার ম-ল। এছাড়া অনান্য ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছেন— সেরা কৃষক (পুরুষ) মো. আবুল কালাম আজাদ, সেরা কৃষক (নারী) তানিয়া পারভীন, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (পুরুষ) মো. সিদ্দিক হোসেন, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (নারী) সাবিত্রী বিশ্বাস, পরিবর্তনের নায়ক মো. সানোয়ার হোসেন, সেরা জলবায়ু অভিযোজক ড. মৃন্ময় গুহ নিয়োগী, জুরি স্পেশাল ড. মো. আল-মামুন, সেরা কৃষি প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন) আই ফার্মার, সেরা কৃষি প্রতিষ্ঠান (রপ্তানি) প্রাণ ডেইরি। পুরস্কার প্রাপ্তরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কাছ থেকে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই (ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা নাসের এজাজ বিজয়।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে কৃষি সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন। মূলত বণিক বার্তার মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে প্রায় একযুগ কাজ করার পর তিনি কালের কণ্ঠে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন
এর পাশাপাশি কৃষি সাংবাদিকতার বিকাশে তিনি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৬০ টি দেশের সমন্বয়ে গঠিত কৃষি সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এগ্রিকালচারাল জার্নালিষ্টস (আইএফএজে) এর সদস্য। ২০২৩ সালে তিনি আইএফএজে মাস্টারক্লাস ফেলো নির্বাচিত হন। যার মাধ্যমে তিনি কানাডায় কৃষি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পান।
এবারের স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের জন্য চার শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে ৭ সদস্যের জুরি বোর্ড ১১ ব্যত্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেন। জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য হিসেবে ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার , বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ এবং উইনরক ইন্টারন্যাশনাল এর ক্লাইমেট চেইঞ্জ বিভাগের সিনিয়র টেকনিক্যাল লিড  জাকিয়া নাজনীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রহমান বলেন, কৃষক এগিয়ে গেলেই এগিয়ে যাবে দেশ। জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে প্রযুক্তির কৃষির প্রতি তরুণ কৃষকদের উৎসাহী করতে এমন আয়োজন প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, কৃষি ও কৃষির উপখাত সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status