ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

পাকিস্তানের গদর বন্দরের কাছে বন্দুকবাজের হামলা, প্রাণ গেল ৭ শ্রমিকের

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

mzamin

বৃহস্পতিবার ভোর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গদর বন্দরের কাছে হামলা চালালো আততায়ীরা। আবাসিক কোয়ার্টারে যখন শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় তখন অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়ে সাত শ্রমিককে হত্যা করে। পেশায় নাপিত ওই ব্যক্তিরা সবাই পাঞ্জাব প্রদেশের ছিল এবং একসঙ্গে থাকতো এবং কাজ করতো।

পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় ওই ৭ জনকে গদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণ হারান তারা। গুলির আঘাতে আরেকজনও আহত হয়েছেন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গাউ এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং বলেছেন, যে হামলার পিছনে কারা ছিল তা তদন্ত করছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়শই পাঞ্জাবের কর্মীদের এবং অন্যদের প্রদেশ ছেড়ে যেতে বাধ্য করার জন্য নানারকম হুমকি দেখায়। এই বিচ্ছিন্নতাবাদীরা ইসলামাবাদে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতার দাবিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যান্য গোষ্ঠীগুলোর দ্বারা বছরের পর বছর ধরে নিম্ন-স্তরের বিদ্রোহের সম্মুখীন হয়েছে। প্রদেশে ইসলামিক জঙ্গিদেরও উপস্থিতি রয়েছে।

জানা গেছে, মৃতেরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন এবং সেখানকার সুরবন্দর এলাকার একটি দোকানে নাপিতের কাজ করতেন। এই ঘটনাকে জঙ্গি হামলা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি।

বিজ্ঞাপন
নিন্দা জানিয়ে তিনি বলেন, “এটা জঙ্গি হামলা। কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। মৃতদের সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।” সরকার বার বার বলে আসছে তারা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমন করেছে। কিন্তু প্রদেশে সহিংসতা অব্যাহত রয়েছে।

পুলিশ বলেছে যে তারা বিশ্বাস করে যে নাপিতদের উপর হামলা তাদের চাকরির সাথে সম্পর্কিত নয়। গত মাসে বেলুচিস্তান লিবারেশন আর্মি পাঞ্জাব প্রদেশের ৯ জনকে হত্যার দায় স্বীকার করে, যারা বেলুচিস্তানের একটি মহাসড়কে একটি বাস থেকে অপহরণ করা হয়েছিল এবং তাদের দাবি ছিল যে বাসে গুপ্তচর ছিল বলে তাদের কাছে তথ্য ছিল।

সূত্র: apnews

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status