ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

বামরা ৯০ ডিগ্রি ঘুরে গেছে

আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩০ অপরাহ্ন

mzamin

দেশের বামপন্থি রাজনীতিবিদরা ৯০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতি বামদের কাছে আমার প্রশ্ন, তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে? তারা কি একবার এটা ভেবে দেখেছে? আর আমার অপরাধটা কী? শেখ হাসিনা বলেন, আমাদের এখানে আন্দোলন করছে। আমি বলে দিয়েছি, তারা আন্দোলন করছে, করুক। অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি।

বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানকে গুলি করে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে আপনি প্রতিবাদ জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এর বিচার দাবির কোনো উদ্যোগ নেবেন কি না? দুদিন আগে আপনি বলেছেন, অতি বাম-অতি ডান মিলে সরকারের বিরুদ্ধে উৎখাতের ষড়যন্ত্র করছে। আপনি জাতীয়-আন্তর্জাতিকভাবে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ তখন শঙ্কিত; সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে এই ষড়যন্ত্র মোকাবিলায় আপনার বার্তা কী? হিট স্ট্রোকে সারা বাংলাদেশ আক্রান্ত। এটাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করলে যাদের মৃত্যু হয়েছে তারা এক ধরনের সরকারি সুবিধা পায়। এ বিষয়ে আপনার ভাবনা কী, গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, 'গরম পড়াটা কিন্তু খুব নতুন কিছু না। এর আগেও কিন্তু এই হিট স্ট্রোক হয়েছে এবং সব সময় হয়। তবে সাধারণত বৈশাখ মাসে কালবৈশাখী হতো, এবার কালবৈশাখীটা পিছিয়ে গেছে।

বিজ্ঞাপন
যার জন্য প্রচণ্ড গরম।'

তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে, সহযোগী সংগঠন থেকে শুরু করে সকলে পানি বিতরণ করা, মানুষকে নানা রকমের সহযোগিতা দেয়া, আমরা কিন্তু সেটা দিয়ে যাচ্ছি।

বাম ৯০ ডিগ্রি ঘুরে গেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা সব সময় মনে করি, অতি বাম খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল। আমার প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে, সেটা কি ঠিক করতে পরেছে? সেটা আমার প্রশ্ন, কারা আসবে? কে আসবে? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না।

তিনি বলেন, 'আন্দোলন করে যাচ্ছে কেউ ফিউগেটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন-সংগ্রাম করেই যাচ্ছে। নির্দেশ দিয়েই যাচ্ছে। সেখানেও প্রশ্ন আছে। যারা আন্দোলন করার করুন, আমরা তো বাধা দিচ্ছি না!

'অবশ্য আমার মনে হয়, আমাদের একটু নতুন পথ নিয়ে নেয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা যদি আমাদের পুলিশকে বলে দেই, আমেরিকার পুলিশ যেভাবে আন্দোলন থামায়, সেটা অনুসরণ করতে পারে। সেটা করতে পারি।  কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। সেই ২৮ অক্টোবর ২০২৩ সালে আমি তো পুলিশকে বলেছিলাম ধৈর্য ধরতে। ধৈর্য ধরতে গিয়ে তাদের পিটিয়ে মেরেছে। সেই সঙ্গে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয়, এখন আমাদের পুলিশ কিন্তু আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয়, সাংবাদিকরা এ ব্যাপারে আমাকে সমর্থন করবেন।'

বাংলাদেশি হত্যার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'প্রতিবাদ শুধু এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে।'

তিনি বলেন, 'বিভিন্ন স্কুল, বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই বোধ হয়, আমেরিকায় মানুষ না মারছে। তাদের সেদিকে নজর দেয়া উচিত। তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এটাও তো তাদের দেখা উচিত। নিজের ঘর আগে সামলানো উচিত। এটা প্রতি নিয়ত মানবাধিকার লঙ্ঘন করা।

এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে। আমাদের যেটুকু করার সেটা আমরা করে যাচ্ছি,' যোগ করেন তিনি।

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ২৯শে এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপক্ষীয় নথি সই হয়।

পাঠকের মতামত

একটি দেশের রাষ্ট্র নায়কের ভাষা কি এ রকম হয়?

মিলন আজাদ
৬ মে ২০২৪, সোমবার, ৮:২৪ অপরাহ্ন

পুলিশ দিয়ে আন্দোলন দমিয়েই তো ক্ষমতা আঁকড়ে আছেন। এ আর নতুন কি?

Md. Towhidul Islam
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩০ অপরাহ্ন

ডামি বিবৃতি,বিরক্তিকর‌ও বটে।

Ruhul Amin
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:২০ অপরাহ্ন

সাংবাদিক ভায়েরা তো কখনো প্রশ্ন করেন না পাখির মত গুলি করে ভারত কি ব্যাবস্থা নিবেন মাননীয় প্রধান মন্ত্রী আপনি দেশের মানুষ কি বুঝবে?

Kazi Firoz
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০২ অপরাহ্ন

BPL er jou houk. khela hobe …. tole tole BPL die khela hobe. hire desh ! eto dictator er jinny ki amra lorai kore desh shadhin korlam???????

cyz
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:১২ অপরাহ্ন

ইসরাইলী কায়দার প্রয়োগ তো জাতি চোখের সামনেই দেখতে পাচ্ছে। এর পরে আর আনাড়ি আমেরিকার নাম টানার কী দরকার?

শোভন শিকদার
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩১ অপরাহ্ন

Wow! Someone is raising the voice again.

Shakira Matin
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪৬ অপরাহ্ন

আল্লাহ সকলকে হেদায়েত দান করুক আমিন

মোঃশাহজাহান খান
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩১ অপরাহ্ন

অন্য দেশের খারাপ উদাহরণ না দেখে অন্য দেশের ভালো উদাহরণ এর দিকে নজর দিলে ভালো হয়।

obaidur rahman
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:২১ অপরাহ্ন

আমেরিকার সাথে তলে তলে‌ এত সখ্যতা। উপরে উপরে এত শত্রুতা দেখিয়ে কি বুঝাতে চাইছেন তিনি। অন্যের খারাপ জিনিস উদাহরণ হিসাবে আনতে হলে আগে তাদের ভাল বিষয়গুলো করে দেখাতে‌ হবে। যতসব‌ ফালতু সাফাই গাওয়া।

Sohel
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৭ অপরাহ্ন

As a democratic country, the people will decide who will be in power.

Shafi
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৯ অপরাহ্ন

ক্যাপিটাল হিলে আকরমনের নাম আন্দোলন নয়! বাংলাদেশে কেউ পারলামেনট ভবন বা বংগভবন হামলা করতে যায় নি যে এখানে আমেরিকান সটাইলে দমন হবে। আমেরিকান স্টাইলের চেয়ে বড সটাইলে মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ জনতার ওপর হামলে পড়েছ। পুলিশ এখন ইমে সংকটে।

Syed Bahar
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৫ অপরাহ্ন

It's a great fun! Would you like to say, which is process remaining from your stream rollers to the main opposition mostly BNP?

Iqbal Mirza
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:২০ অপরাহ্ন

Yes PM We know you can do so much! I have a question what is leftover? Please show us we want to see how much cruel a person can be?

Abraham
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৮ অপরাহ্ন

আমেরিকাতে দুর্বৃত্তের হাতে ২ বাংলাদেশী নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর প্রতি শুকরিয়া। কিন্তু কোন দুর্বৃত্ত নয় বরং ভারতীয় বিএসএফ এর গুলিতে শতশত নিরীহ বাংলাদেশীসহ বিজিবি সদস্য নিহত হয়েছে হচ্ছে সেক্ষেত্রে প্রতিবাদ জানানো হচ্ছেনা কেন?

মোঃ কামরুল হাসান
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৫ অপরাহ্ন

পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করার কৌশল দেশকে ক্রমান্বয়ে পুলিশি রাষ্ট্রে পরিনত করতে পারে।

Yasin Khan Advocate
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪০ অপরাহ্ন

এই আমেরিকা বিশ্বের শান্তি বিনিষ্ঠকারী। আর তাদের খপ্পরে পড়ে আমাদের মত ছোট ছোট রাষ্ট্রগুলোর নেতারা। একদিন এই নেতারাই সবকিছু হারিয়ে দেশের বারোটা বাজায়।

Bashudeb ch mondol
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:২১ অপরাহ্ন

আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড কেমনে আমাদের ভোগায়, এটা তার একটা টেক্সটবুক নমুনা। আমেরিকা তার ছাত্রদের ইসরায়েল বিরোধী এই আন্দোলন দমন করবেই। এখানে মানবাধিকার, গনতন্ত্র- এসবের কোন কেয়ারই তারা করবে না। তারা এক্ষেত্রে জাষ্ট ফ্যাসিশ্ট আচরণ করবে। কারন ইসরায়েল হলো তাদের ক্রিয়েশন, বেবি। যাকে মধ্যপ্রাচ্যের এজেন্সী দেয়া হয়েছে, এরাবিয়ানদের বেলাইনে রাখাার জন্য। তারা আর যা-ই করুক, বাংলাদেশে গনতন্ত্র আনার আরবে নিয়ন্ত্রন হারাতে চাইবে না। আবার বাংলাদেশে গনতন্ত্র আনার জন্য এশিয়াতে ইন্ডিয়ারও বন্ধুত্ব হারাতে চাইবে না। সুতরাং এদেশে জনগনের গনতন্ত্রের আকাংখার জন্য আমেরিকা কখনোই নির্ভরযোগ্য মিত্র না বরং ডাইভারশন। ইন্ডিয়ান পণ্য বয়কট বেটার, সেফার অপশন।

adk
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন

ক্যাপিটাল হিলে আকরমনের নাম আন্দোলন নয়! বাংলাদেশে কেউ পারলামেনট ভবন বা বংগভবন হামলা করতে যায় নি যে এখানে আমেরিকান সটাইলে দমন হবে। আমেরিকান স্টাইলের চেয়ে বড সটাইলে মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ জনতার ওপর হামলে পড়েছ। পুলিশ এখন ইমে সংকটে।

Syed Bahar
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন

একটা সময়ে তো একজন মানুষকে সবই ছেড়ে দিতে হয়।

Arifur Rahman
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:০৭ অপরাহ্ন

ভারত যে আপনার নাগরিককেও মারে প্রতিবাদ করেছেন ? ভারত যে তাদের দেশের মুসলমানদের মারে আর সেজদারত মুসলমানকে লাথি দেয় প্রতিবাদ করেছেন? ভারত যে আমাদের নবীকে নিয়ে বিব্রতকর কথা বলেছে প্রতিবাদ করেছেন ?

হাবিব
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:০৪ অপরাহ্ন

আমেরিকান স্টাইলে দমন করতে চাইলে, আমেরিকান স্টাইলে নির্বাচন করতে হবে, আমেরিকান স্টাইলে নাগরিক সেবাও দিতে হবে- পারবেন কি প্রধানমন্ত্রী?

Daud
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন। আমেরিকা যদি গনতন্ত্র, মানবাধিকারের মডেল হয় তাহলে আমেরিকান স্টাইলে দমন করা উচিৎ। এই ক্ষেত্রে বিএনপি, জামায়াত, বাম, রামদের আব্বা আমেরিকার আপত্তি থাকার কথা নয়।

Mohsin
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন

এই হলো গনতান্ত্রিক সরকারের কথা।

Mozammel
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:১৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status