ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মাঞ্জরেকারের বিশ্বকাপ দলে নেই কোহলি-হার্দিক

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। 

এবারের আসরে স্টার স্পোর্টসের সঙ্গে কাজ করছেন মাঞ্জরেকার। সম্প্রচার প্রতিষ্ঠানটি পছন্দসই বিশ্বকাপের দলের কথা জানতে চেয়েছিল সাবেক ক্রিকেটারদের কাছে। সেটারই অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দ মতো ভারতের ১৫ সদস্যের দল দেন মাঞ্জরেকার।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৯ ইনিংসে ৬১.৪৩ গড় ও ১৪৫.৭৬ স্ট্রাইক রেটে ৪৩০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। কিন্তু তার স্ট্রাইক রেট ও খেলার ধরন নিয়ে সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। মাঞ্জরেকারও নিজের দলে কোহলিকে রাখেননি। অবশ্য কোহলিকে না রাখার কোনও ব্যাখ্যা দেননি মাঞ্জরেকার। অন্যদিকে গুজরাট টাইটান্সে দুই আসর অধিনায়কত্ব করার পর এবার মুম্বাই ইন্ডিয়ান্সে অধিনায়ক হয়ে ফেরেন হার্দিক। নিজে যেমন ভালো খেলতে পারছেন না দলও নেই ভালো অবস্থায়। তার অধীনে ৮ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে মুম্বাই। মাঞ্জারেকার বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়ালকে।

বিজ্ঞাপন
বিকল্প ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল। যদিও রাহুলকে মিডল অর্ডারে খেলাতে চান মাঞ্জরেকার। তিনে মাঞ্জরেকারের পছন্দ সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩১৮ রান। চারে রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্যকুমার যাদবকে।
১৫ সদস্যের স্কোয়াডে স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার সঙ্গে রেখেছেন যুযবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে। এছাড়া আছেন লক্ষনৌ সুপার জায়ান্টসের অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া। পেস ইউনিটের নেতৃত্বে রেখেছেন জসপ্রিত বুমরাহকে। সঙ্গে রেখেছেন আভেস খান, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক যাদব এবং হার্শিত রানাকে। এই দলে জায়গা হয়নি চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ ছন্দে থাকা শিবাম দুবের। জায়গা হয়নি রিংকু সিংয়েরও।

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status