ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

টানা ১৬ জয়ে শিরোপা উৎসব আবাহনীর

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

দুই ম্যাচ বাকি রেখেই ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত করেছিল আবাহনী।  গেল ৩০শে এপ্রিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। পরের ম্যাচগুলোও তারা জিতে নেয়। গতকাল শাইনপুকুরকে হারিয়ে আসরে টানা ১৬ ম্যাচ জিতে রেকর্ড গড়ে। সেইসঙ্গে শেষ ম্যাচে শিরোপা হাতে নিয়ে সেরে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবটাও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে মাঠে থেকে আবাহনীর ক্রিকেটারদের হাতে শিরোপা তুলে দেন। সেই সময়  সোনালী জরির আশতবাজি ছড়িয়ে পড়ে মিরপুর মাঠে। তার আগে দুপুরেই গাড়িতে করে আসতে শুরু করে ব্যান্ড পার্টির সদস্যরা। ঢোলের শব্দে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা। দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন  সৈকত দারুণ খুশি।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি আসলে গর্বিত। আমাদের দলের মধ্যে বন্ধনটা দারুণ ছিল। ড্রেসিং রুমের পরিবেশটাও ভালো ছিল।’ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের জন্য আবাহনীর প্রথম সারির ১০ জন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়ায় শেষ দুই ম্যাচে জয় পাওয়া চ্যালেঞ্জিং ছিল ধানমণ্ডির দলটির। শেষ পর্যন্ত দারুণ পারফরমেন্সে বাকি দুই ম্যাচ জিতে অপরাজিত থেকেই এবারের লীগ শেষ করলো আবাহনী। এবারের আসরের প্রথম পর্বে ১১টি ও সুপার লীগে ৫টিসহ মোট ১৬টি ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৩২ পয়েন্ট পেয়েছে আবাহনী। গতকাল শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৪ রান করে শাইনপুকুর। দলের পক্ষে অমিত হাসান সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া ওপেনার খালিদ হাসান ৫৮ এবং ইরফান শুক্কুর ৩৩ রান করে আহত অবসর হন। আবাহনীর বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ২৯ রানে ৩টি, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়া মোসাদ্দেক হোসেন ও আব্দুল রওশন ২টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে অষ্টম ওভারের মধ্যে ৩০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। তিন নম্বরে ব্যাট করতে নেমে এক প্রান্ত আগলে রানের চাকা ঘুরিয়ে আবাহনীকে জয়ের বন্দরে পৌঁছে দেন  বিজয়। ৪৬ দশমিক ১ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান তুলে জয় নিশ্চিত করে আবাহনী। আবাহনীর পক্ষে ব্যাট হাতে ১২০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১১০ রান করেন বিজয়। সৈকত ২৯ ও মাজহারুল ইসলাম সাগর ২৩ রান করেন। আবাহনীর অপরাজিত চ্যাম্পিয়নের মৌসুমে রানার্সআপ হয়েছে মোহামেডান।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status