ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

পিএসজি-ডর্টমুন্ড: ওয়েম্বলি যাবে কোন দল?

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ৪:৪৩ অপরাহ্ন

mzamin

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে লড়াইটা ভালোই করেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে কখনও সুযোগ হাতছাড়া আবার কখনও ভাগ্য খারাপ হওয়ায় গোলের দেখা পায়নি তারা। ১-০ গোলে জয় পায় ডর্টমুন্ড। যদিও একাধিক সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা বাড়াতে পারতো তারা। উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে এবার দ্বিতীয় লেগের লড়াই পিএসজির ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে আজ রাত ১টায়। এই ম্যাচেই নির্ধারণ হবে ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে কোন দল।
প্রথম লেগে প্রথমার্ধেই গোল হজম করে পিএসজি। শুরুতে ডর্টমুন্ডের আক্রমণ ঠেকাতে রক্ষণেই বেশি থাকতে হয় তাদের। তবে দ্বিতীয়ার্ধে দাপট দেখায় তারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি, কয়েক সেকেন্ডের মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। চলতি আসরে এখন পর্যন্ত পিএসজির ১০টি শট গোলপোস্টে প্রতিহত হয়েছে।

বিজ্ঞাপন
২০১১-১২ মৌসুমে বার্সেলোনার ১১শট এক মৌসুমে সর্বোচ্চ গোলপোস্টে লেগে ফিরে আসার রেকর্ড। এবার পিএসজির দলটি তারুণ্যে ভরা। ২০১১-১২ সালে বায়ার্ন মিউনিখের পর তারাই প্রথম দল সেমিফাইনালে যাদের মূল একাদশের সবার বয়স ছিল ত্রিশের কম। আর ডর্টমুন্ডে দলটা অভিজ্ঞতায় ভরপুর। ম্যাট হামেলস, এমরে ক্যান, মারছেল সাবিটজার আর মার্কো রয়েস মিলে দলে মূল্যবান অভিজ্ঞতা যোগ করেছেন। পিএসজির মাঠে দ্বিতীয় লেগের চাল সামলাতে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। 
সাম্প্রতিক ফর্মও আশা জোগাচ্ছে ডর্টমুন্ডকে। চ্যাম্পিয়নস লীগের চলতি আসরে শেষ ১১ ম্যাচে অপরাজিত তারা। এর মধ্যে জয় ৭ ম্যাচে ড্র ৪টি। তবে এবারের আসরেই গ্রুপ পর্বের ম্যাচে পিএসজির মাঠে ২-০ ব্যবধানে হারে ডর্টমুন্ড। ফলে এটা পিএসজিকে আত্মবিশ্বাস যোগাবে আর বাড়তি চিন্তায় ফেলবে ডর্টমুন্ডকে। 
এছাড়া চ্যাম্পিয়নস লীগে প্রতিপক্ষের মাঠে ডর্টমুন্ডের পারফর্মেন্সও সন্তোষজনক নয়। শেষ ১১ ম্যাচের ৯টিতে হেরেছে তারা, আর জয় ও ড্র সমান ১টি করে। তবে রক্ষণের ধারাবাহিক পারফর্মেন্স স্বস্তি দিচ্ছে ডর্টমুন্ডকে। চলতি আসরে ৫ ম্যাচেই নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পেরেছে তারা। আর একটি ম্যাচ এটা করতে পারলে ফাইনাল নিশ্চিত করবে জার্মান ক্লাবটি। প্রথম লেগে এমবাপ্পেকে আটকে রাখতে হামেলস অগ্রণী ভূমিকা পালন করেন। ঐ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের হাতে।   
আরও একবার এই কাজ করতে প্রস্তুত জানিয়ে হামেলস বলেন, ‘অবশ্যই ওয়েম্বলি (ফাইনাল) যেতে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।’
প্রথম লেগে ওসমান দেম্বেলেকে উঠিয়ে ব্রাডলি বারকোলাকে নামান পিএসজি বস লুইস এনরিকে। কিন্তু সেটা খুব একটা কাজে দেয়নি তাদের। ফলে আজ সুযোগ পেতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মার্কো আসেনসিও। এছাড়া এমবাপ্পেকে বলের জোগান দিতে গনসালো রামোসকেও সুযোগ দিতে পারেন এনরিকে। তবে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে এই ম্যাচে পাচ্ছে না পিএসজি। তার জায়গায় একাদশে আসতে পারেন লুকার বেরাল্ডো। 
এদিকে ডর্টমুন্ড একাধিক খেলোয়াড়ের চোট নিয়ে চিন্তায় থাকবে। প্রথম লেগে চোট নিয়ে মাঠ ছাড়েন জুলিয়ান রয়েরসন। এছাড়া ছিলেন না র্যা মি বেনসেবাইনি, জুলিয়েন ডুরানভিলি ও সেবাস্টিয়েন হ্যালার। যদিও রয়েরসন ও হ্যালার আজ মাঠে নামার জন্য প্রস্তুত।  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status