ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জিসানের আক্ষেপ, ফজলে মাহমুদের সেঞ্চুরিতে জয় শেখ জামালের

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

জিসান আলম একপ্রান্ত আগলে এগোলেন। তবে অন্যরা তাকে সঙ্গ দিতে পারলেন। দারুণ খেলতে থাকা জিসান  সেঞ্চুরি হাতছাড়া করলেন অল্পের জন্য। শাইনপুকুরও পেলো মাঝারি মানের সংগ্রহ। ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরিতে সেটা সহজেই টপকে যায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারায় শেখ জামাল। টস জিতে আগে ব্যাটিং করে ২৬৪ রান করে শাইনপুকুর। জবাবে ৩ উইকেট হারিয়ে ৪৬.২ ওভারে জয় পায় শেখ জামাল। ১৩ ম্যাচে ৯ জয়ে টেবিলের ৩ নম্বরে শাইনপুকুর। আর সমান ম্যাচে সমান জয় থাকলেও রানরেটে পিছিয়ে শেখ জামালের অবস্থান ৪ নম্বরে রান তাড়ায় এদিন দলীয় ২০ রানে সৈকত আলীকে হারায় শেখ জামাল। এরপর ১১১ রানের জুটি গড়েন সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। ৭৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করে সাইফ আউট হলে ভাঙে তাদের জুটি। সঙ্গী হারালেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথেই রাখেন সাইফ। দলীয় ১৭৬ রানে অধিনায়ক নুরুল হাসান সোহান ফেরার পর ইয়াসির রাব্বিকে নিয়ে বাকি কাজ সারেন ফজলে মাহমুদ। শেষ পর্যন্ত ১১৯ বলে সমান ৬টি করে চার ও ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন সোহান। আর ইয়াসিরের সংগ্রহ ৪০ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুরকে উড়ন্ত শুরু এনে দেন জিসান আলম ও তানজীদ হাসান তামিম। দুজনের জুটিতে দলটির স্কোরবোর্ডে জমা হয় ১২৩ রান। ৩৯ রান করে তামিম ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর জিসান একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারায় শাইনপুকুর।
দলীয় ১৫৫ রানে ফেরা জিসান করেন ৬১ বলে ৯৮ রান রান। যেখানে ছিল সমান ৮টি করে চার ও ছক্কা। শেষদিকে অধিনায়ক আকবর আলীর ৬৪ রানের ইনিংসের উপর ভর করে ২৬৪ রানে থামে শাইনপুকুরের ইনিংস। 
 

খেলা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com