ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় নাসরের

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৪, সোমবার

চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। দুর্দান্ত নৈপুণ্যে করলেন আরেকটি হ্যাটট্রিক। সৌদি ক্লাব আল নাসরের হয়ে সাত ম্যাচের মধ্যে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। শনিবার ঘরের মাঠে সৌদি প্রো লীগের ম্যাচে আল ওয়েহদাকে ৬-০ গোলে হারায় আল নাসর। এই জয়ে ৩০ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। ১ ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল। এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক রোনালদো বরাবর শট করেন। পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের বাইরে লাফিয়ে হেডে গোল করেন রোনালদো। এরপর ১৮তম মিনিটে ওতাভিও ও ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। সতীর্থের থ্রু পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোলটি করেন আল নাসর অধিনায়ক। আল নাসরের হয়ে এটি রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক। আর গোটা ক্যারিয়ারে ৬৬তম। এর মধ্যে ৩০টি করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর ৩০ বছরে পা রাখার পর করলেন বাকি ৩৬টি। সৌদি প্রো লীগে চলতি মৌসুমে ২৭ ম্যাচে ৩২ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪০ ম্যাচে ৪১ গোল ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকার।

খেলা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com