ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

সুয়ারেজের হ্যাটট্রিক ৬ গোলে অবদান মেসির

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৪, সোমবার

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেলে তারা। তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় মায়ামি। যেখানে নেতৃত্ব দেন অধিনায়ক লিওনেল মেসি। একে একে সতীর্থদের দিয়ে করান ৫টি গোল আর নিজে করেন একটি। এক ম্যাচে পাঁচ অ্যাসিস্ট মেজর লীগ সকারের রেকর্ড এটি। এদিন বার্সেলোনার দুই সাবেক সতীর্থ মিলেই গুড়িয়ে দেন রেড বুলসকে। হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ। মেজর লীগ সকারে গতকাল ভোরে নিউ ইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে বিধ্বস্ত করে ইন্টার মায়ামি। ৫ অ্যাসিস্টের সঙ্গে ১ গোল করেন মেসি সব মিলিয়ে চলতি লীগে ৮ ম্যাচে ১০ গোল মেসির, আর অ্যাসিস্ট ১২টি। একই ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পান সুয়ারেজ। মাতিয়াস রোহাস করেন দুটি গোল। এ নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত মায়ামি। মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে মেসি-সুয়ারেজরা। আর ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনটি। এদিন শুরু থেকেই লড়াইয়ে এগিয়ে ছিল মায়ামি। কিন্তু ৩০তম মিনিটে এগিয়ে যায় রেড বুলস। ওই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে দেখা মেলে আগ্রাসী মায়ামির, একের পর এক আক্রমণে এলেমেলো করে দেয় রেড বুলসের রক্ষণ। এতে সমতায় ফিরতেও দেরি হয়নি তাদের। ৪৮তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে সমতায় ফেরান রোহাস। মেসির কাছ থেকে বল পেলেও লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের এই ফুটবলারের। দুই মিনিট পরই এগিয়ে যায় মায়ামি। বক্সের বাইরে বাঁ পাশ থেকে রোহাসের দেওয়া বল ধরে মেসির দিকে বাড়িয়ে দেন সুয়ারেজ। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ ছিটকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। এই নিয়ে টানা সাতটি লীগ ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। মেসির দৃষ্টিনন্দন পাস থেকে আসে মায়ামির পরের গোলটি। ৬২তম মিনিটে তিন ডিফেন্ডার মাঝ দিয়ে চমৎকারভাবে বল বক্সের ভেতর বাড়িয়ে দেন তিনি, সেটা ধরে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে দারুণ চিপ শটে বল জালে পাঠান রোহাস। এরপর ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ। আর তিনটিতেই ছিল মেসির অবদান। প্রথমটিতে বক্সের ডান প্রান্ত থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ও সামনে থাকা আরেক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ক্রস করেন তিনি, এরপর দারুণ ফিনিশিংয়ে গোলের দেখা পান সুয়ারেজ। পরের গোলে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান মেসি, সেখান থেকে বক্সের একটু বাইরে থেকে পাস দেন সুয়ারেসকে। এরপর প্রতিপক্ষের চারজনকে দর্শক বানিয়ে ‘ওয়ান-টু’ খেলে দুজনে। এরপর শেষ পর্যন্ত গোলে পাঠান সুয়ারেজ। ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। ডানপ্রান্ত থেকে মেসির দেওয়া দারুণ এক থ্রুতে গোলরক্ষককে কাটিয়ে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। ১০ গোল করে সুয়ারেজ এখন মেসির সঙ্গে গোল স্কোরারের তালিকায় যৌথভাবে শীর্ষে। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল ফিরিয়ে দেয় রেড বুলস। তবে সেটা শুধু ব্যবধানই কমায়।

খেলা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com