ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আউট বিতর্ক, আম্পায়ার জেসির ‘অভিষেক’

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

মোহামেডানের দেয়া ৩১৮ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করছিল প্রাইম ব্যাংক। ৩৩.৪ ওভারের খেলা চলছিল। তখন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ১৬৮ রান চার উইকেট হারিয়ে। ক্রিজে ১০ রানে ব্যাট করছিলেন মুশফিকুর রহীম। ঠিক সেই সময়ে স্পিনার নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরে করা বল উড়িয়ে মারেন মুশফিক। ডিপ মিড উইকেটে থাকা মোহামেডানের পেসার আবু হায়দার রনি অনেকটা দৌড়ে লাফিয়ে অসাধারণ দক্ষতায় ক্যাচ নেন। এ সময় তার পা সীমানা দড়ি ছোঁয়, যদিও তা খেয়াল করেননি তিনি। ডাইভ দিয়ে উঠেই দৌড় শুরু করেন, উল্লাসে মাতেন দলের বাকি ক্রিকেটাররাও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে দেখা যায় রনির পা ছুঁয়েছে বাউন্ডারি রোপ। থার্ড আম্পায়ার নেই, টিভি রিপ্লেরও ব্যবস্থা নেই তাই আম্পায়ার সরাসরি আউট দিয়ে দেন এ নিয়ে শুরু হয় উত্তেজনার। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা কেউ কারো সঙ্গে হাতও মেলাননি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩৩ রানে হারিয়েছে মোহামেডান। এই ম্যাচে একটা ইতিহাস রচনা করেছেন সদ্য আইসিসির উইমেন্স ডেভেলপম্যান্ট প্যানেলে নাম অন্তর্ভুক্ত হওয়া নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। প্রথম  নারী আম্পায়ার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে আম্পায়ারিংয়ের অভিষেক হয়েছে সাবেক এই ক্রিকেটারের । 

শুধু তাই নয়, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এই প্রথম পুরুষ আম্পায়ারের (মনিরুজ্জামান) সঙ্গে কোনো নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করলেন। সুপার লীগের ম্যাচে রনি তালুকদারের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে শিরোপার আশা টিকিয়ে রেখেছে সাদা-কালো দলটি। তবে দিন শেষে সংবাদ সম্মেলনে বিতর্কিত আউট নিয়ে কথা বলতে হয়েছে সেঞ্চুরিয়ানকে। রনি তালুকদার বলেন, ‘সেটা (ক্যাচ না আউট) তো রনিই ভালো জানে। কারণ রনিই ক্যাচটা ধরেছে। রনির ওপরেই পুরোটা নির্ভর করবে। ও যেই সিদ্ধান্তটা দেবে সেটার ওপরেই কারণ এখানে তো ওইভাবে ক্যামেরা ছিল না। থার্ড আম্পায়ার যদি থাকত, তাহলে সেটা ভালোভাবে দেখতে পারত। এখন এটা খেলোয়াড়দের ওপরেই যায়।’ লীগ জুড়ে অফ ফর্ম কাটিয়ে রনি তালুকদারের এটি প্রথম সেঞ্চুরি। এমন ব্যাটিংয়ে দারুণ খুশি জাতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটার। তিনি বলেন, ‘সত্যি অসাধারণ। একটা বড় দলের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারলে সেটা অবশ্যই ভালো লাগার ব্যাপার।’ 

এই ম্যাচে নাইম হাসানের বলে সুইপ শটে ডিপ মিড উইকেটে আবু হায়দার রনির অ্যাক্রোবেটিক ক্যাচ নিয়ে দেখা দেয় উত্তেজনা। এই সিদ্ধান্তের জন্য ১৩ মিনিট স্থগিত ছিল ম্যাচটি। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানানোর সৌজন্যতা পর্যন্ত দেখায়নি প্রাইম ব্যাংক। এ নিয়ে অবশ্য  মোহামেডানের হয়ে রনি মুখ খুলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমরা তো মাঠেই ছিলাম। বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার। এটা নিয়ে আমার কোনও মন্তব্য নেই। আউটের বিষয়টি আম্পায়ার জানেন। মাঠে তারা ছিল। তারা ভালোই জানেন। আর আউট নিয়ে বললাম তো, রনি যেটা বলবে সেটাই হবে।’

 

খেলা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com