ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আওয়ামী লীগ শূন্য টিনের বাক্স : রিজভী

স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী তালিকাই বলে দিচ্ছে, আওয়ামী লীগ শূন্য টিনের বাক্স হয়ে গেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল মুক্তি পরিষদের উদ্যোগে ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সকল রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে’ এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে জনগণ যাবে না। আর অন্য কেউ নির্বাচনে চান্স পাবে না। কারণ অধিকাংশই আওয়ামী লীগের এমপি, মন্ত্রীর আত্মীয়-স্বজন এবং ব্যবসায়ীরা মনোনয়ন কিনছেন। দলের সংকট হলে তারা তো থাকবে না। কিন্তু তারাই এখন দখল করে আছে। ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আপনার দল যে শূন্য মুড়ির টিন হয়ে গেছে, ওটা আগে ঠিক করেন তারপরে বিএনপি’র কথা বলুন। বিএনপি দুর্বল না কী হতাশ, এটা তো টের পান প্রতি মুহূর্তে। বিএনপিকে মোকাবিলা করার সাহস আওয়ামী লীগের নাই, এজন্য পুলিশ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণকে দমন করে জনগণের গলায় রশি দিয়ে আজ কথা বলছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, খালি কলসি বাজে বেশি। আপনাদের আওয়ামী লীগ খালি কলসি।

বিজ্ঞাপন
তাই আপনারা বাজছেন বেশি করে। জনগণকে যা দেখিয়েছেন, যা বলেছেন সব মিথ্যা। ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মা সেতু দেখান, এবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? জনগণের গলায় পাড়া দিয়ে বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল বাড়াচ্ছেন কেন? তিনি আরও বলেন, ওবায়দুল কাদের খুব বকবক করছেন, বেশি কথা বলছেন, মনে হচ্ছে বিএনপি’র জন্য উনার খুব মায়াকান্না। বিএনপি’র ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে ওবায়দুল কাদেরের কান্নাও সে রকম। তিনি (ওবায়দুল কাদের) মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ ও বিদেশ চলে যাচ্ছে। তারা যে  ভেতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে- এটা চাপা দেয়ার জন্যই তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেয়া, এই কারণে তাদের (আওয়ামী লীগ) জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণখেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু, যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুটপাট করে টাকা বিদেশে পাচার করে তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না। এই সরকারের সঙ্গে জনগণের সমর্থন নাই। জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি মারছে।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status