ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

হেলে পড়েছে ৬ তলা ভবন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ছয়তলা ভবন হেলে পড়ায় ঝুঁকিতে রয়েছে ভবনের বাসিন্দারা। কিছু ভাড়াটিয়াকে অন্যত্র স্থানান্তর করলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার। এ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার ৭ নম্বর রোডে গিয়ে দেখা যায় ‘বিশ্বাস মঞ্জিল’ নামের ছয়তলা ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। 
স্থানীয়রা বলছেন, ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। এ কারণে একদিকে হেলে পড়েছে। একই ভবনের মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অবর্তমানে ভবনটির দেখাশোনা করেন লিটন মিয়া নামের এক ব্যক্তি।
কেয়ারটেকার লিটন মিয়া জানান, গত পাঁচ বছর ধরে তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন। হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছি। তিনি অতি দ্রুত আমেরিকার থেকে দেশে এসে ভবনটির বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানান।

বিজ্ঞাপন
 হীরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাড়াটিয়াদের উদ্দেশ্যে রোববার আমরা একটি নোটিশ পাঠয়েছি। তাদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।
আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে আমাদের টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

পাঠকের মতামত

অবৈধ টাকায় তৈরী বাড়ি হেলে পড়বে এটাই বাস্তব। তাছাড়া আমেরিকায় বাড়ি গাড়ি কিনে বসবাস করছে দেশের টাকা পাচার করে।

Kamrul Hasan
৮ মে ২০২৪, বুধবার, ১২:২৫ অপরাহ্ন

Civil engineer & architect will be responsible for this fault

Maj Dr Md.Amirul Isl
৮ মে ২০২৪, বুধবার, ১১:২১ পূর্বাহ্ন

Civil engineer, & architect will be responsible for this fault.

Maj Dr Md.Amirul Isl
৮ মে ২০২৪, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন

এটা কোন ব্যাপারই না। পাশের বিল্ডিংয়ের মালিক দড়ি দিয়ে টেনে হিলিয়েছে ক্ষতি পুরণ নেওয়ার জন্য।

ওস্তাদ গুরু বস স্যার
৮ মে ২০২৪, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

এখানে সময় ক্ষেপনের সু্যোগ নেই বড় ধরনের ঘটনা এ্যড়াতে অতিদ্রুত ব্যবস্হা নেয়া হোক।

নূর মোহাম্মদ এরফান
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status