ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ফিলিপাইনে হাইব্রিড ধানের বীজ রপ্তানি করলো বায়ার বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

বাংলাদেশ থেকে ধানের বীজ রপ্তানির ইতিহাস তৈরিতে এ বছর বায়ার বাংলাদেশ ফিলিপাইনে উল্লেখযোগ্য পরিমাণ বোরো হাইব্রিড ধান বীজ রপ্তানি করছে। বায়ার বাংলাদেশ তাদের বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রাঙ্গণে মো. আবু জুবাইর হোসেন বাবলু, মহাপরিচালক, বীজ উইং, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ এবং জাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ সহ ডিএই, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বায়ার কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। মো. আবু জুবাইর হোসেন বাবলু, মহাপরিচালক, বীজ উইং, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ তার বক্তব্যে বলেন, বায়ার-এর নিজস্ব গবেষণালব্ধ উন্নত প্রযুক্তির এবং বিশেষ গুণসম্পন্ন হাইব্রিড ধান বীজ উৎপাদনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, যা বাংলাদেশের কৃষকদের বেশি ফলনের পাশাপাশি নানাবিদ প্রাকৃতিক প্রতিকূলতা বা রোগ-বালাই মোকাবিলায় সহযোগিতা করার মাধ্যমে দেশের খাদ্য-নিরাপত্তায় ভূমিকা রাখছে। আরও সাধুবাদ জানাই, বায়ার-এর বাংলাদেশে স্থানীয় পর্যায়ে হাইব্রিড ধান বীজ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে। বায়ার-এর বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত হাইব্রিড বীজ যদি বাংলাদেশের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত বীজ বিদেশে রপ্তানি করা যায়, যা তারা ইতিমধ্যে বোরো মৌসুমের হাইব্রিড ধান বীজ রপ্তানি করার মধ্যদিয়ে শুরু করছে, যা সত্যি বাংলাদেশের জন্য আনন্দের এবং আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ  থেকে সর্বাত্মক সহযোগিতা এবং শুভ কামনা জানাই।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status