ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

কুয়েতে প্রবাসী বাংলাদেশী প্রকৌশলীদের মিলন মেলা

অনলাইন ডেস্ক

(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৪, রবিবার, ১১:১২ অপরাহ্ন

mzamin

দিনব্যাপী আনন্দ-উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো কুয়েতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আই ই বি) কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে কুয়েতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের  পিকনিক এবং ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান। শুক্রবার হিজিল অঞ্চলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আই ই বি) কুয়েত চ্যাপ্টার এর সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বিশেষ অতিথি  ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ  হাসান-উজ-জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর  ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হেবজু,  ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ,  কুয়েত চ্যাপ্টারের সকল নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গসহ সুধীজনেরা।

কুয়েতে ১৯৯০ থেকে আই ই বি কুয়েত চ্যাপ্টার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। নেতৃবৃন্দদের পরিবাররা বলেন একই দেশে বাস হলেও কর্মব্যস্ততার কারণে এক জনের সাথে আরেক জনের দেখা হয় না বছরে একবার। এই মিলন মেলার মাধ্যমে পারিবারিক এবং কর্ম জীবনের খবরা খবর  একে অপরের সাথে শেয়ার করা যায়।

অনুষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বল নিক্ষেপ, বালিশ খেলা, র‌্যাফল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন।  এছাড়া গৃহীনিদের তৈরী নানা রকম মুখরোচক খাবারও পরিবেশন করা হয়।  অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতাহার আলী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাহেদ ফারুক সিনহা, ইঞ্জিনিয়ার জুলফিকার পথিক, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচন-২০২৩/ মনোয়ার সভাপতি মোমিন সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status