ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

২৩তম টোকিও বৈশাখী মেলা ২০২৪ উদ্‌যাপিত

রাহমান মনি

(১ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

mzamin

জাপানের টোকিওতে ২১ এপ্রিল রোববার বৈশাখী মেলা কারি ফেস্টিভ্যাল ২০২৪ আয়োজন করা হয়। এবারের আয়োজনটি ছিল ২৩তম আয়োজন।

তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে এই মেলার আয়োজন করা হয় । এই পার্কেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে টোকিও শহীদ মিনার। যা, বিদেশের মাটিতে বাংলাদেশ রাষ্ট্রের অর্থায়নে প্রথম নির্মিত স্থায়ী শহীদ মিনার।

করোনা মহামারির কারণে গত ২০২১ এবং ২০২২ এই দুই বছর টোকিওতে বৈশাখী মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এরপর ২০২৩ পবিত্র রমজান মাসে বাংলা নববর্ষ হওয়ায় ২৪ দিন পর ৮ মে মেলার আয়োজন করেন আয়োজকরা।

এবছর ১৪ এপ্রিল নববর্ষ হলেও ঈদ পরবর্তী বিভিন্ন আয়োজন এবং মেলার মাঠ প্রাপ্তির বিষয়টি জড়িত থাকায় এক সপ্তাহ পরে বৈশাখী মেলার আয়োজনকে ঘিরে জাপান প্রবাসীরা উচ্ছ্বসিত ছিলেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ' গান পরিবেশনার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। এরপর উন্মুক্ত অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, ভিআইপি অতিথিদের অভ্যর্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়। এবছর মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং টোকিও মেট্রোপলিটান সরকার।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন তোশিমা সিটি মেয়র মিয়ুকি তাকাগিওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসুহিরো শিনতো,  জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচালক হিরোয়ুকি সাকুরাই এবং আয়োজক সংগঠন জেবিএস-এর চেয়ারম্যান ওসামু ওৎসুবো। এবছর অতিথিশিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

উল্লেখ্য টোকিও বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যাল জাপান প্রবাসীদের সর্ববৃহৎ মিলন মেলা।

বিজ্ঞাপন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচন-২০২৩/ মনোয়ার সভাপতি মোমিন সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status