ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

নিজে অধৈর্য্য হলেও সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন হাগ

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৮:০৪ অপরাহ্ন

mzamin

একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। শেষদিকে গোলের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাদের আনন্দ মাটি করে কয়েক মিনিটের ব্যবধানে সেই গোল শোধ করে দেয় বার্নলি। ফলে ঘরের মাঠে পয়েন্ট খোয়ায় ইউনাইটেড। ম্যাচ শেষে সমর্থকদের ধৈর্য্য ধরতে বলেন ইউনাইটেড বস এরিক টেন হাগ। 
গতকাল ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানইউ। অ্যান্টনির গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর বার্নলির হয়ে সমতা টানেন সেকি আমদুনি।
এদিন গ্যালারি থেকে টেন হাগকে দুয়োধ্বনি দেন ইউনাইটেড সমর্থকরা। বিশেষ করে টেন হাগ যখন স্কট ম্যাকটমিনেকে উঠিয়ে কোবি মাইনোকে নামান তখন পুরো গ্যালারি একসঙ্গে চিৎকার করে দুয়ো দেয় তাকে। খেলোয়াড় বদলের ব্যাখায় টেন হাগ বলেন, ‘আমাদের কিছু তরুণ খেলোয়াড় আছে যাদের দিয়ে ক্লাবকে গড়া হচ্ছে। এটাতে সময় লাগবে আর আমরা এটা করবো তরুণ খেলোয়াড়দের নিয়ে। রাসমাস হয়লুন্ড, আলেজান্দ্র গারনাচো, কোবি মাইনো- এদের প্রত্যেকেই প্রিমিয়ার লীগে প্রথম আসর কাটাচ্ছে।

বিজ্ঞাপন
আর গত বছর থেকে এবার লীগে খেলোয়াড়দের বেশি তাড়না দেখা যাচ্ছে, বিশেষ করে গত ৪-৫ বছরে। এসব খেলোয়াড়দের মানিয়ে নিতে হবে আর তাতে সময় লাগবে।’      
গত মৌসুমে কোচ হয়েই ইউনাইটেডকে লীগ কাপ জেতান টেন হাগ। এবারও ফাইনালে উঠেছে তারা, সেখানে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। যেটা জেতা ইউনাইটেডের জন্য এখন কঠিনই বটে। তবে নিজে অধৈর্য্য হলেও সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন টেন হাগ।
ইউনাইটেডের এই ডাচ কোচ বলেন, ‘আমি খুবই অধৈর্য্য, কিন্তু এখানে ধৈর্য্য ধরা প্রয়োজন, আর সমর্থকদেরও ধৈর্য্য ধরতে হবে। আমরা একটি দল গড়ছি, তাদের অভিজ্ঞতার প্রয়োজন।’ এই ড্র-য়ে ইউনাইটেডের ইউরোপা লীগের টিকেট পাওয়াটাও পড়তে পারে ঝুঁকির মুখে। চ্যাম্পিয়ন্স লীগে খেলার আশা ফিকে হয়ে গেছে দলটির। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে নিউক্যাসল ইউনাইটেড। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা। আর দুই ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে টটেনহ্যাম হটস্পার। টেবিলের পাঁচ ও ছয় নম্বর দল খেলবে ইউরোপা লীগে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status