ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

নিষিদ্ধ হতে পারে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, শুক্রবার

এ যেন মড়ার উপর খাড়ার ঘা! একে তো রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে, এর উপর আবার এখন নিষেধাজ্ঞার শঙ্কা। ম্যাচের শেষ মুহূর্তে বাতিল হওয়া একটি গোল নিয়ে একাধারে ক্ষোভ প্রকাশ করেন বায়ার্ন মিউনিখের কোচ-খেলোয়াড়রা। স্প্যানিশ পত্রিকা মুন্দো দিপার্তিভোর দাবি এর মধ্যে কোনো মন্তব্য শৃঙ্খলা ভঙ্গ করলে বায়ার্নকে নিষিদ্ধ করতে পারে উয়েফা।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের মাঠে ২-১ গোলে হারে বায়ার্ন। এই হারে আসর থেকে ছিটকে পড়ে বাভারিয়ানরা। প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল দু’দল। এদিন যোগ করা সময়ের ১৩তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন ম্যাথিয়াস ডি লিট। তবে বল জালে যাওয়ার আগেই অফসাউডের পতাকা তোলেন লাইন্সম্যান। খেলা বন্ধ করে দেন রিয়ালের খেলোয়াড়রা। রেফারি অফসাইড দেখিয়ে গোলটি বাতিল করেন। এরপর রেফারিকে ভিএআর চেকের অনুরোধ জানায় বায়ার্ন।

বিজ্ঞাপন
যদিও রেফারি সিমোন মার্সিনিয়াক তাতে কান দেননি। ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট অবশ্য দাবি করেন অফসাইডের পতাকা তোলায় লাইনসম্যান তার কাছে ভুল স্বীকার করেছেন। ডি লিট বলেন, আমি এটা বলতে চাই না যে, রিয়ালের পক্ষেই সবসময় রেফারি থাকে। তবে আজ ওটা বড় পার্থক্য গড়ে দিয়েছ। লাইন্সম্যান আমাকে বলেছেন ‘দুঃখিত আমি ভুল করেছি’।

আর বায়ার্ন কোচ টুখেলের মনে হয়েছে তিনি বিশ্বাসঘাতকার শিকার হয়েছেন। দলটির মিডফিল্ডার টমাস মুলার বলেন, “দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে, ক্রিস্টিয়ানো রোনালদো দুই গোল করেছিল...তবে সেটা ভিএআরের আগে।”
স্প্যানিশ পত্রিকা মুন্দো দিপার্তিবো বলছে, টুখেল কিংবা কোনো বাভারিয়ান খেলোয়াড়ের মন্তব্য রেফারির জন্য অপমানমূলক কিংবা আচরণগত নীতিমালা লঙ্ঘন করলে নিষিদ্ধ হতে পারে বায়ার্ন। সেটি হোক খেলা কিংবা খেলার বাইরের কোনো বিষয়ও, সেই আচরণ অনুচিত বলে ধরে নেবে উয়েফা। তবে বিষয়টি নির্ভর করছে উয়েফা সিদ্ধান্তের ওপর। 
উয়েফার আচরণবিধির ১৫ নম্বর ধারায় বলা আছে, ‘রেফারির প্রতি কোনো বিদ্বেষমূলক মন্তব্যের জন্য একটি দলকে প্রতিযোগিতামূলক দুটি ম্যাচ কিংবা নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া যাবে।’ আরেকটি ধারায় বলা আছে, ‘রেফারির মানক্ষুন্ন করে মন্তব্য করলে তিন ম্যাচ কিংবা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হবে।’

 

 

 

পাঠকের মতামত

ডি লিট এর এটাকে কি গোল বলা যাবে? রেফারির বেশি শুনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরাতো তখন দাঁড়িয়ে ছিল। সেই অবস্থায় ডি লিট বলটা জালে জড়ালো। আমিতো বহুবার এই ভিডিওটা দেখেছি। আমার কাছেওতো মনে হয়েছে ডি লিট অফসাইডে ছিল।

Shahid
১০ মে ২০২৪, শুক্রবার, ১১:০৬ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status