ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিদায় বলে দিলেন বিসমাহ মারুফ

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর মধ্য দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। গতকাল বিবৃতিতে খবরটি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০০৬ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিসমাহর। অবসরের আগে দেশের হয়ে রেকর্ড ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। এই সময়ে ৮০ উইকেট নেওয়ার পাশাপাশি তার ব্যাট থেকে আসে ৬২৬২ রান। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি আছে বিসমাহর। এক বিবৃতিতে বিসমাহ বলেন, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়- এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ খেলোয়াড়ি জীবনে বিয়ে করেছেন, বাচ্চা হওয়ার পরও ক্রিকেট চালিয়ে গেছেন। 

২০২১ সালের আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিসমাহ।

বিজ্ঞাপন
সে বছরই ডিসেম্বরে ফেরেন মাঠে। এরপর বিভিন্ন টুর্নামেন্টে কন্যাসন্তানকে নিয়েই খেলতে গিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। দক্ষিণ এশিয়ান নারী ক্রিকেটে এরকম ঘটনার উদাহরণ খুব একটা নেই। ২০২২ নারী বিশ্বকাপে যেমন মাউন্ট মঙ্গানুইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বিসমাহ ও তার কন্যাসন্তানের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভারতের ক্রিকেটাররা। সেই বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে বিসমাহর জন্য ১২ মাসব্যাপী বেতনভুক্ত ছুটির পলিসি কার্যকর করে পিসিবি। এর পাশাপাশি তার চুক্তি নবায়নের প্রতিশ্রুতিও দেয় তারা। এই পলিসির অধীন আসা প্রথম ক্রিকেটারও ছিলেন বিসমাহ। এসব কিছুর জন্য অবসরবার্তায় বিসমাহ পিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং নিজের প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। পিসিবির কাছ থেকে যে সমর্থন পেয়েছি, সেটি অমূল্য, বিশেষ করে তারা আমার জন্য প্রথমবারের মতো মাতা-পিতাসংক্রান্ত পলিসি গ্রহণ করেছেন। তাতে মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’ দীর্ঘসময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন বিসমাহ। তার অধীনে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৯৬ ম্যাচ খেলেছে পাকিস্তান। ২০২০ ও ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০২২ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। 

পাকিস্তানের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শুধু সানা মির (৬৫ ম্যাচ)। বিসমাহ ৬২ টি-টোয়েন্টি ও ৩৪টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন। সব মিলিয়ে মেয়েদের চারটি ওয়ানডে বিশ্বকাপ এবং ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন বিসমাহ। পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রহাক। ওয়ানডেতে ১৩৬ ম্যাচে করেছেন ৩৩৬৯ রান আর টি-টোয়েন্টিতে ২৮৯৩ রান করেছেন ১৪০ ম্যাচ খেলে। ফিফটিতেও তিনি সবার উপরে, ওয়ানডেতে ২১ ফিফটি আর টি-টোয়েন্টিতে করেন ১২টি। সমর্থক ও সতীর্থদের প্রতি বিবৃতিতে বিসমাহ বলেন, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সব সময়ই মনে থাকবে।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status