ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ভারত-পাকিস্তান টিকিটের দাম দ্বিগুণ

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৪, রবিবার
mzamin

রাজনৈতিক বৈরিতায় এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। তবে আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে নিয়মিতই মুখোমুখি হয় দুই প্রতিবেশী। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে তাই দর্শকচাহিদাও থাকে তুঙ্গে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ১লা জুন পর্দা উঠবে আসরের। তবে ভারত-পাকিস্তান মহারণ হবে ৯ই জুন, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটির টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে সমর্থকদের মধ্যে। টিকিট বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ‘ডেইলি জং’-এর বরাতে পাকিস্তানের ‘জিও নিউজ’ জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের পূর্বমূল্য ছিল ১ হাজার ৩০০ মার্কিন ডলার।

বিজ্ঞাপন
একই টিকিট এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ মার্কিন ডলারে। টিকিটের মূল্য বৃদ্ধির নেপথ্যে রয়েছে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে ব্যাপক উপস্থিতি। যুক্তরাষ্ট্র ও কানাডায় বহুসংখ্যক ভারত ও পাকিস্তানি অভিবাসী বসবাস করেন। নিজ দেশের খেলা সহজে গ্যালারিতে বসে দেখতে পারেন না তারা। 

তাছাড়া বিশ্বকাপ উপলক্ষে এই দুই দেশের বহু মানুষ নিজ নিজ দলের সমর্থনে হাজির হবেন ভেন্যুগুলোতে। বিশ্বকাপের মঞ্চে অবশ্য ভারতীয় দলের সাফল্যের পাল্লাই ভারী। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবারের দেখায় ছয়বারই জয় পেয়েছে ভারত। এর মধ্যে ২০০৭ সালের ফাইনাল সবচেয়ে বিখ্যাত। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো ভাগাভাগি করে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি শহর ও ওয়েস্ট ইন্ডিজের ছয়টি শহর রয়েছে ভেন্যুর তালিকায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা। এবারের আসরে মোট ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার এইট পর্বে। এখানেও ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে যাবে। প্রতি গ্রুপে থাকবে ৪টি করে দল। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। যেখান থেকে জয়ী দল দুটি মুখোমুখি হবে ফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২২ বিশ্বকাপের ফাইনালে তারা পাকিস্তানকে হারিয়ে শিরোপা উৎসব করে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status