ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

হাওরে ধান কাটার শ্রমিক সংকট, দুশ্চিন্তায় কৃষকরা

এমএ রাজ্জাক, সুনামগঞ্জ থেকে
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সুনামগঞ্জের হাওরগুলোতে পাকা ধানের শীষ বাতাসে দুলছে। বোরো ধান ভালো হওয়ায় কৃষকরা মহাখুশি। তবে, হাওরে ধান কাটার শ্রমিক সংকট এবং সরকারের দেয়া হারভেস্টার মেশিন পর্যাপ্ত না থাকায় কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন, চোখের সামনে পাকা ধান দুলছে, অথচ ঘরে তুলতে পারছেন না। পাকা ধান কাটা হচ্ছে ধীরগতিতে। ৫০০ টাকার শ্রমিক হাজার টাকা দিয়েও মিলছে না। এইদিকে নদীতে ধীরে ধীরে পানি বাড়ছে। যা দেখে আতঙ্কে পাকা ধান অতিরিক্ত টাকা দিয়েই কাটার চেষ্টা করছেন কৃষকরা। গতকাল মাটিয়ান হাওর ঘুরে দেখা গেছে, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পরিবারের লোকজন প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে ধান কাটছেন। কোনো কোনো গৃহস্থ শ্রমিকদের অতিরিক্ত টাকা দিয়ে ধান কাটাচ্ছেন।

বিজ্ঞাপন
মাঝে মধ্যে হাওরে হারভেস্টার মেশিন দেখা গেলেও প্রয়োজনের তুলনায় খুবই কম। মাটিয়ান হাওর সংলগ্ন বড়দল গ্রামের সামনে গিয়ে দেখা যায়, কৃষক-কৃষাণীরা একসঙ্গে রোদে ধান শুকাচ্ছেন। কেউ কেউ ধান মাড়াই করছেন। তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। কথা হয় এ গ্রামের কৃষাণী মুক্তা বেগমের সঙ্গে। তিনি বলেন, সোনালি ফসল ঘরে তুলতে তাদের কোনো কষ্ট নেই। এক বৈশাখ মাস হাসিমুখে কষ্ট করে সারা বছর বসেই খান তারা। বৃষ্টি না হওয়ায় কাঁচা ধান নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। ধান মাড়াইয়ের মেশিন থাকায় যা কাটতে পারছেন তা খুব সহজেই ঘরে তুলতে পারছেন তারা। কৃষি অফিস জানায়, পুরো জেলায় বোরো চাষাবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৭০ হাজার ২০২ টন। এবার ৪ হাজার ১১০ কোটি টাকার চাল উৎপাদন হবে। গত বুধবার পর্যন্ত ৫৬ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে কৃষকরা জানিয়েছেন, হাওরে শ্রমিক সংকট থাকায় ইতিমধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ ধান কাটা হয়েছে। শনি হাওারপাড়ের কৃষক আশ্রাফুজ্জামান মনি জানান, হাওরে ধান পেকে ক্ষেতে দুলছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান গোলায় তুলতে পারছেন না। সরকারের দেয়া হারভেস্টার মেশিন চোখে পড়ছে না। তিনি সংসদ সদস্যের দৃষ্টি কামনা এবং কমপক্ষে ১০টি হারভেস্টার মেশিন মাটিয়ান হাওরে দেয়ার দাবি জানান।
বিশ্বম্ভপুর করচার হাওরে গিয়ে দেখা যায়, ক্ষেতে ফসল ভালো হলেও ধান তোলা নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষকরা। শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান কাটার ভরা মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার মেশিন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠেছে, সরকারের কাছ থেকে ৭০ ভাগ টাকা ভর্তুকি নিয়ে কেনা জেলার ৮৭৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বড় একটি অংশ গোপনে অনত্র বিক্রি করার। এসব ধান কাটার যন্ত্র স্ব স্ব এলাকায় নেই বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, এবার ২ লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধান হয়েছে। গত বুধবার পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৬১০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। আর কয়দিন আবহাওয়া অনুকূলে থাকলে হাওরে ধান কাটা শেষ হয়ে যাবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status