ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিশ্বনাথে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের মামলা, উত্তেজনা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

সিলেটের বিশ্বনাথে এবার মেয়র মুহিবুর রহমানের হামলার শিকার হয়েছেন মহিলা কাউন্সিলর রাসনা বেগম। এ ঘটনায় বিশ্বনাথে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাতে মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর গতকাল থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হচ্ছেন কাউন্সিলর রাসনা বেগম। মেয়রসহ ৮ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়েছে। মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ক্ষুব্ধ ৭ জন কাউন্সিলর। ইতিমধ্যে তারা মেয়রের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। বুধবার দায়ের করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বারাম উদ্দিন, পৌর এলাকার শিমুলতলা গ্রামের আত্তর আলীর পুত্র সুরমান আলী (মেয়রের এপিএস), দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত রুস্তুম আলীর পুত্র মিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের পুত্র তবারক আলীর আনোয়ার আলী, রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের শমসের আলীর পুত্র হেলাল মিয়া (মেয়রের গাড়ির ড্রাইভার), পৌর এলাকার জানাইয়া (মশুলা) গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুস শহিদ। পৌরসভার মহিলা কাউন্সিলর রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে পৌর এলাকায় সর্বস্তরের নাগরিকের ব্যানারে মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র মুহিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন
এতে নেতৃত্বে ছিলেন পৌরসভার কাউন্সিলররা। থানায় দায়ের করা মামলার বাদী নারী কাউন্সিলর রাসনা বেগম উল্লেখ করেছেন- পৌরসভার ১০ কাউন্সিলরদের মধ্যে আমরা ৭ জন একত্রিত হয়ে পৌর মেয়র মুহিবুর রহমানের ‘দুর্নীতি ও অপকর্ম’র বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে অনাস্থা প্রস্তাব দেই। বিষয় নিয়ে পৌর মেয়র’সহ অভিযুক্তরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ও ক্ষিপ্ততার অংশ হিসেবে সামাজিক যোগযোগ যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে খারাপ মন্তব্য করে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌর মেয়র মুহিব’সহ অভিযুক্তরা বেআইনীভাবে ‘দক্ষিণ মিরেরচর কমিউনিটি ক্লিনিক’র সামনে মিলিত হয়ে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় লোকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানহানীকর কথাবার্তা এবং নারী কাউন্সিলরদের নিয়ে অশ্লীল মন্তব্য করাকালে বাদী (রাসনা) ও স্থানীয় লোকজন তাকে (মেয়র) বাঁধা নিষেধ করেন। এনিয়ে মেয়র’সহ অভিযুক্তদের সঙ্গে স্থানীয় কাউন্সিলর ও এলাকার স্থানীয় লোকজনের তর্কাতর্কি শুরু হয়। এর এক পর্যায়ে পৌর মেয়র মুহিবুর রহমান বাদী নারী কাউন্সিলর রাসনা বেগমের চুল ধরে টানাহেচঁড়া করে শ্লীলতাহানী করে মারধর করেন। এ সময় অন্যান্য অভিযুক্তরাও নারী কাউন্সিলর রাসনা বেগমকে মারধর ও শ্লীলতাহানি করেন। এক পর্যায়ে পৌর মেয়র মুহিবুর রহমানের নির্দেশে তার (মেয়র) গাড়ির চালক হেলাল মিয়া মেয়রের গাড়ি দিয়ে বাদী নারী কাউন্সিলর রাসনা বেগমকে প্রাণে হত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসায় বাদী নারী কাউন্সিলর রাসনা বেগম প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় আহত কাউন্সিলর রাসনাকে বিকেলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে- হামলা ও মামলার ব্যাপারে গতকাল মেয়র মুহিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে- তার পক্ষের কাউন্সিলররা ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন। ঘটনার সময় মহিলা কাউন্সিলর নিজেই বাড়াবাড়ি করেন বলে জানান তারা। অভিযুক্ত পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী বলেন- অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মারধর তো দূরের কথা, আমরা যদি কেউ ওই মহিলাকে তিল পরিমাণ আঘাত করে থাকি তবে সেটা আল্লাহ বিচার করবেন। আর না করে থাকলে আমাদের বিরুদ্ধে ওই অপপ্রচারের বিচারও আল্লাহ করবেন। বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান’সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় পৌরসভার নারী কাউন্সিলর রাসনা বেগমের মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ওসি রমা প্রসাদ চক্রবর্তী। তিনি জানিয়েছেন- মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status