ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

যেভাবে ব্যবসায় সফল মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার

মুহাম্মদুল্লাহ

(২ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

mzamin

মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে অনলাইনে ব্যবসায় নামেন তরুণ আলেম হাবিবুল্লাহ জোয়ারদার। মাত্র পাঁচ বছরে তার ব্যবসায় বিনিয়োগ দাঁড়িয়েছে ২০ লাখের বেশি। তার প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন ১২ জন মানুষ। তাদের তিনি বেতন দিচ্ছেন মাসে লাখ টাকার ওপরে। 
মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার খুলনা ডুমুরিয়ার মাওলানা বজলুর রহমান জোয়ারদারের ছেলে। মাওলানা হাবিবুল্লাহ চট্টগ্রাম হাটহাজারী মাদরাসা থেকে ২০১৫ সালে দাওরায়ে হাদীস পড়ে পড়াশোনা শেষ করেন। শিক্ষকতা শুরু করেন বাবার পরিচালিত একটি কওমি মাদরাসায়। বেতন পেতেন খুব সামান্য। যা দিয়ে পরিবারের খরচ জোগাতে কষ্ট হতো। সংকল্প করেন ভিন্ন কিছু করার। মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে অনলাইনে শুরু করেন বিভিন্ন অর্গানিক পণ্যের ব্যবসা। 
এত অল্প সময়ে কীভাবে এমন সাফল্য অর্জন করলেন–এমন প্রশ্নের জবাবে মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার বলেন, আমি ব্যবসায় আসার আগে চমৎকৃত বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে আমি বিভিন্ন পণ্য কিনে প্রতারিত হয়েছি।

বিজ্ঞাপন
তখন থেকেই নিয়ত করেছি, আমি সততার সাথে ব্যবসা করব। 
মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার বলেন, আমার ব্যবসায় সাফল্যের পেছনে বড় কারণ হলো সততা। অনলাইন ব্যবসায় অনেকেই প্রতারণা করে। আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন কথা কাজে মিল রাখতে পারি। 
মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার ছোট বয়স থেকে  মাদরাসায় থেকেছেন। পড়াশোনা শেষ করেও মাদরাসায়ই শিক্ষকতা করেন। ব্যবসার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। অনেক ভেবেচিন্তে প্রথমে তিনি মধুর ব্যবসা ধরেন। কারণ, তার কর্মস্থল খুলনা সুন্দরবনের কাছেই ছিল। তাই ওই জায়গা থেকে মধু সংগ্রহ করা যেমন সহজ, তেমন এই পণ্য সংগ্রহ করতেও অসুবিধা হবে না।

মাত্র পাঁচ হাজার টাকায় সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে ফেসবুকে 'তাকওয়া শপ বিডি' নামে পেইজ খুলে মধু বিক্রির বিজ্ঞাপন দেন। মুফতি হাবিবুল্লাহ কল্পনাও করেননি এত তাড়াতাড়ি সাড়া পাবেন। চট্টগ্রাম থেকে একজন ক্রেতা পাঁচ হাজার টাকার মধু অর্ডার করেন। মুফতি হাবিবুল্লাহ অনেকটা উৎকণ্ঠার মধ্যেই পণ্য চট্টগ্রাম পাঠিয়ে দেন। ক্রেতা মধু পেয়ে খুব খুশি হন। মুফতি হাবিবুল্লাহকে উৎসাহ দেন। তখন তিনি সিদ্ধান্ত নেন, মাদরাসা পড়ানোর পাশাপাশি এই ব্যবসা তিনি চালিয়ে যাবেন।
মুফতি হাবিবুল্লাহ আরো বলেন, আমি শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, পণ্যে কখনো ভেজাল মেশাবো না। এরপরে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন অর্গানিক পণ্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিক্রি শুরু করেন। ইতোমধ্যে তাদের দুটি আউটলেটও হয়েছে। একটি বকচরা বাইপাস মোড় সাতক্ষীরা সদর, আরেকটি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। নিজে সচ্ছলতার সাথে জীবন যাপনের পাশাপাশি অন্যদের জন্য  কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবং নির্ভেজাল অর্গানিক পণ্য মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যবসা চালিয়ে যেতে চান তরুণ এই আলেম উদ্যোক্তা।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status