ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিবিধ

পরিবেশ রক্ষায় পিছিয়ে থাকবে না ভিন্নভাবে সক্ষম শিশু ও ব্যক্তিরা

(১ সপ্তাহ আগে) ৮ মে ২০২৪, বুধবার, ১১:৪৬ পূর্বাহ্ন

mzamin

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পিছিয়ে থাকবেনা পরিবেশ রক্ষায় সেই উদ্দেশ্য সামনে রেখে গতকাল একটি চুক্তি স্বাক্ষর করেছে স্পৃহা এবং জিএলটিএস।

বিশেষ  চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের একটি আস্থার প্ল্যাটফর্ম স্পৃহা। সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এবং বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি অন্যতম উদ্দেশ্য স্পৃহার।

গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) একটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও বহুবেশাজীবীদের  জলবায়ু ন্যায়বিচার রক্ষা ও নেতৃত্বের প্লাটফর্ম।

স্পৃহা এর প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা বলেন, যেহেতু জিএলটিএস সবুজ বনায়ন, সবুজ ক্ষমতায়ন ও  নেতৃত্র গঠনে ওতোপ্রতোভাবে জড়িত তাই সবুজ  ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনে, পাশাপাশি সামাজিক ও বৈচিত্রময় অন্তর্ভুক্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন এই বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করতে পারে, তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে পারে, এবং সব ক্ষেত্রে স্বাভাবিক অন্তর্ভুক্তির ছোঁয়া যেন দিতে পারে তাই একতাবদ্ধ হয়ে কাজ করবার জন্য আমরা স্পৃহা থেকে অঙ্গীকারবদ্ধ।

গ্লোবাল ল থিংকার্স এর প্রতিষ্ঠাতা রাওমান স্মিতা বলেন, জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহতা তা আমরা এখন অনুভব করছি বাংলাদেশে. কিন্তু এই জলবায়ু পরিবর্তন বিষয়টি একক ভাবে বা মুষ্টিমেয় মানুষের উদ্যোগ সমাধান করতে পারবেনা। তাই সমস্যা সমাধানে প্রয়োজন সম্মিলিত আন্তর্জাতিক অংশগ্রহন। জলবায়ুর ন্যাবিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে। স্পৃহা একটি মহৎ উদ্যোগ।


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status