ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘মেসি ম্যানিয়া’য় রেকর্ড গড়তে চলেছে যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবার

লিওনেল মেসির কারণে বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। আর্জেন্টাইন সুপারস্টার ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে মেজর লীগ সকার (এমএলএস)। ‘মেসি ম্যানিয়া’র প্রভাবে এবার রেকর্ড গড়তে চলেছে এমএলএসের ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের মাঠ ফক্সবরোর জিলেট স্টেডিয়াম। আগামী ২৮শে এপ্রিল মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন এফসির আতিথ্য নেবে ইন্টার মায়ামি। ম্যাচটিতে খেলবেন মায়ামি অধিনায়ক লিওনেল মেসিও। ম্যাচটির জন্য ছাড়া ৬০ হাজার টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। রেভ্যুলুশন  কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৫ হাজার টিকিট বাকি আছে। যে কোনো সময়ই এই টিকিট বিক্রি করতে পারবে তারা। তবে টিকিটগুলো কত দামে বিক্রি করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। ইএসপিএন জানিয়েছে, বাকি পাঁচ হাজার (মোট ৬৫ হাজার) টিকিট বিক্রি হয়ে গেলে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের ঘরের মাঠ ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে যাবে।

বিজ্ঞাপন
বর্তমানে জিলেট স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শক নিয়ে ফুটবল ম্যাচ আয়োজনের রেকর্ড ২০০২ সালে এমএলএস কাপে, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সেই ম্যাচে ৬১ হাজার ৩১৬ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। এ মাঠে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডটি হয়ে ১৯৯৭ সালে, যুক্তরাষ্ট্র-মেক্সিকোর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন ৫৭ হাজার ৮৭৭ জন দর্শক।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status