ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘রমজান মোবারক’ পোস্ট নিয়ে মুখ খুললেন রিয়াল মাদ্রিদ তারকা রুডিগার

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছিলেন আন্তোনিও রুডিগার। টুপি-পাঞ্জাবি পরে ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের এই কাজকে ‘সন্ত্রাসবাদের প্রচার’ বলে মন্তব্য করেন এক জার্মান সাংবাদিক। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুডিগার। 

গোল করে সেজদা দেয়া, তাসবীহ জপা কিংবা ভ্রমণের সময় পবিত্র কোরআন পাঠ করা- ইসলাম ধর্মাবলম্বী ফুটবলার আন্তোনিও রুডিগারের এমন আচার প্রায়ই ক্যামেরাবন্দি হয়। ধর্মপ্রাণ এই জার্মান ডিফেন্ডার রমজানের শুরুতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। জায়নামাজে বসে ডান হাতের তর্জনী উঁচিয়ে ‘এক আল্লাহ’ ইঙ্গিত করে ছবি পোস্ট করে রুডিগার লিখেছেন, ‘বিশ্বের সকল মুসলিমদের জানাই রমজান মোবারক। সৃষ্টিকর্তা আপনাদের রোজা এবং দোয়া কবুল করুন।’ এরপরই জার্মানির সবচেয়ে বড় পত্রিকা বিল্ড-এর সাবেক রিপোর্টার জুলিয়ান রিচেল্ট অভিযোগ তোলেন, বিশেষ ভঙ্গিমায় আঙুল দেখিয়ে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছেন রুডিগার।  

এর পর রুডিগার বলেন, ‘রমজানের আগমনী বার্তা জানিয়ে আমি ইনস্টাগ্রামে একটি পোস্ট করি। পোস্টটি প্রায় ১৩দিনের মতো পাবলিক ছিল এবং তা কোনো সমালোচনা ছাড়াই লাখ লাখ ফলোয়ারের কাছে পৌঁছেছে। কিন্তু সম্প্রতি কেউ একজন ছবিটি ব্যবহার করে অন্যায্য অভিযোগ তুলেছে।’ 

রুডিগার বলেন, “(তর্জনী উঁচিয়ে) যে অঙ্গভঙ্গিটি আমি করেছি, তাকে ‘তাওহীদ ফিঙ্গার’ বলা হয়।

বিজ্ঞাপন
এর মাধ্যমে ইসলামে ঈশ্বরের একাত্বতা বোঝানো হয়। এই অঙ্গভঙ্গি গোটা বিশ্বের মুসলমানরা করে থাকেন। তাছাড়া কিছুদিন আগেই (জার্মান) ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে সমস্যাহীন বলে শ্রেণিবদ্ধ করেছে।” 

রুডিগার বলেন, ‘একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমি আমার বিশ্বাসের চর্চা করি। একইসঙ্গে যে কোনো ধরনের চরমপন্থা থেকে আমি নিজেকে দৃঢ়ভাবে দূরে রাখি। সহিংসতা এবং সন্ত্রাসবাদ আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য। আমি সবসময় শান্তি ও সহনশীলতার পক্ষে।’
রুডিগার বলেন, ‘আমার বংশে বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে। তবুও আমরা একে অপরকে সম্মান করি এবং একসঙ্গে ধর্মীয় উৎসব পালন করি।’ 

পাঠকের মতামত

জাযাকাল্লাহ। আল্লাহ তায়ালা আপনার সম্মান বৃদ্ধি করুন। আমিন

Md Akkas
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৩ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status